০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের একটি লাভজনক প্রতিষ্ঠান : নৌপরিবহন প্রতিমন্ত্রী

-

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো: খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের একটি লাভজনক প্রতিষ্ঠান। ১৯৭২ সালে প্রতিষ্ঠাকালে শিপিং করপোরেশনের জাহাজ ছিল মাত্র দু’টি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ (২৮ নভেম্বর) আরো চারটি জাহাজের উদ্বোধন করবেন।
গত রোববার চট্টগ্রাম বোট ক্লাবে বাংলাদেশ শিপিং করপোরেশন আয়োজিত ৪২তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর সাব্বির মাহমুদ প্রধান অতিথি ছিলেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ হ ম আহসান, বাংলাদেশ শিপিং করপোরেশনের অংশীজনগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকলে বাংলাদেশ শিপিং করপোরেশন পথ হারাবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিপিং করপোরেশনের জাহাজ ক্রয়ের জন্য সরকার এক হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ অর্থ দিয়ে শিপিং করপোরেশন চারটি জাহাজ ক্রয় করেছে। আগামী অর্থবছরে আরো ছয়টি জাহাজ ক্রয়ের জন্য অর্থ বরাদ্দ দেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, গত ২০১৮-২০১৯ অর্থবছরে বিএসসির পরিচালনা আয় ছিল ১৮৫.০৯ কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে আয় হয়েছে ৩৭.৮৯ কোটি টাকা। সর্বমোট আয় হয়েছে ২২২.৯৮ কোটি টাকা। প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয় ছিল ১২৯.১৫ কোটি টাকা ও প্রশাসনিক রক্ষণাবেক্ষণ খাতে ব্যয় হয়েছে ৪৫.৯৩ কোটি টাকা, মোট ব্যয় হয়েছে ১৭৫.০৮ কোটি টাকা। আর্থিক বিশ্লেষণে আলোচ্য অর্থবছরে কর সমন্বয়ের পর সংস্থার নিট মুনাফা হয়েছে ৫৫.২৩ কোটি টাকা।


আরো সংবাদ



premium cement
এক মাসে ১৩৪ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ চট্টগ্রাম বিমান বন্দর : ৩ কোটি টাকার সৌদি রিয়াল ও ডলার উদ্ধার ‘পাকিস্তানে ৯ মের সহিংসতায় দায়বদ্ধতার স্থান থেকে তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে’ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার গাজা-ইসরাইল ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর উপর হামাসের হামলা তরুণ্যেই অর্ধশতাধিক ইসলামী সঙ্গীতের রচয়িতা সরকারের কাছে ধান বিক্রি করতে কৃষকদের যত ভোগান্তি ইসরাইলের রাফা অভিযান : জার্মানির কড়া প্রতিক্রিয়া চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে সিএমপি ও চসিক রাফায় ইসরাইলি অভিযানে ‘আমি বিরক্ত ও ব্যথিত’ : জাতিসঙ্ঘ প্রধান ৩ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে তুরস্ক নৌবাহিনীর জাহাজ

সকল