০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


খালেদা জিয়াকে মুক্ত করতে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে : মাহবুবের রহমান শামীম

-

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, তৃণমূল কর্মীরাই হচ্ছে বিএনপির প্রাণশক্তি। ঐক্যবদ্ধ সংগঠনই পারে একটি শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমান আপনাদের কাছে আমাদের পাঠিয়েছেন দলকে সুসংগঠিত করার জন্য। আগামীতে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
তিনি গত ১৬ জুন বিকেলে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে বিএনপি নেতা মোস্তাক আহমদ খানের বাসভবন সংলগ্ন মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, হারুনুর রশিদ ভিপি, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন এবং আনোয়ার হোসেন লিপু।
বোয়ালখালী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মে: ইসহাক চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি ও মেয়র হাজী আবুল কালাম আবু, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক মো: ইদ্রিস আলী, বোয়ালখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুল হক মান্নান চেয়ারম্যান, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জানে আলম, সহসভাপতি আবু তালেব, নুরুন্নবী চৌধুরী, মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু, বোয়ালখালী উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা বেগম শেফু, দক্ষিণ জেলা কৃষক দলের সভাপতি সৈয়দ সাইফুদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল আলম শহীদ প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
এক মাসে ১৩৪ কোটি ৩৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ চট্টগ্রাম বিমান বন্দর : ৩ কোটি টাকার সৌদি রিয়াল ও ডলার উদ্ধার ‘পাকিস্তানে ৯ মের সহিংসতায় দায়বদ্ধতার স্থান থেকে তিন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বরখাস্ত করা হয়েছে’ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ বুধবার গাজা-ইসরাইল ক্রসিংয়ে ইসরাইলি বাহিনীর উপর হামাসের হামলা তরুণ্যেই অর্ধশতাধিক ইসলামী সঙ্গীতের রচয়িতা সরকারের কাছে ধান বিক্রি করতে কৃষকদের যত ভোগান্তি ইসরাইলের রাফা অভিযান : জার্মানির কড়া প্রতিক্রিয়া চট্টগ্রামে সড়ক নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবে সিএমপি ও চসিক রাফায় ইসরাইলি অভিযানে ‘আমি বিরক্ত ও ব্যথিত’ : জাতিসঙ্ঘ প্রধান ৩ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে তুরস্ক নৌবাহিনীর জাহাজ

সকল