০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


চট্টগ্রামে ৩৭৫ শয্যার বিশেষায়িত ইম্পেরিয়াল হাসপাতাল চালু হচ্ছে

-

চট্টগ্রামে আন্তর্জাতিকমানসম্পন্ন ৩৭৫ শয্যাবিশিষ্ট আধুনিক এবং বহুমুখী বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড কর্তৃপক্ষ আগামী এক মাসের মধ্যে কার্যক্রম শুরু করবে বলে জানালেন ইম্পেরিয়াল হাসপাতালের বোর্ড চেয়ারম্যান ও চিটাগাং আই ইনফারমারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্স (সিইআইটিসি) ম্যানেজিং ট্রাস্ট্রি অধ্যাপক ডা: রবিউল হোসেন। গত সোমবার দুপুরে পাহাড়তলীস্থ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এ দেশে বিশেষ করে চট্টগ্রামে উন্নতমানের স্বাস্থ্য সেবার অপ্রতুলতার কারণে বহু সংখ্যক রোগী বিদেশে যেতে বাধ্য হচ্ছে। ফলে তাদেরকে ও পরিবারকে আর্থিক, শারীরিক এবং মানসিক চাপের মুখে পড়তে হয়। এই অবস্থা থেকে কিছুটা পরিত্রাণের উদ্দেশ্যে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্ট একটি আন্তর্জাতিকমানের জেনারেল হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেয়ায় চট্টগ্রামের কতিপয় সমাজ সেবক এবং উদ্যোক্তা তাতে সাড়া দেন। প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা: রবিউল হোসেন বলেন, সাত একর জমির ওপর এই হাসপাতাল নার্সেস এবং টেকনিশিয়ান প্রশিক্ষণ কেন্দ্র এবং যাবতীয় আনুষঙ্গিক সেবাসংবলিত পাঁচটি ভবন নিয়ে মোট ছয় লাখ ৬০ হাজার বর্গফুট জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত স্থাপত্য সংস্থা এই হাসপাতালের মূল নকশা প্রণয়ন করেছে এবং একটি ইউরোপিয়ান কনস্যালট্যান্ট গ্র“প নকশানুযায়ী কাজ বাস্তবায়নে প্রকৌশল, তথ্য-প্রযুক্তি এবং বায়োমেডিক্যাল বিষয়ে কারিগরি সহযোগিতা প্রদান করেছে। তিনি জানান, এই হাসপাতাল বাস্তবায়নে তিনটি বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে- সংক্রমণ নিয়ন্ত্রণ (ইনফেকশান কন্ট্রোল), রোগী ও কর্মীদের নিরাপত্তা; এখানে রয়েছে উন্নতমানের সার্বক্ষণিক ইমার্জেন্সি সেবা এবং কার্ডিয়াক, ট্রান্সপ্ল্যান্ট, নিউরো, অর্থোপেডিক ও গাইনি অবস ইত্যাদি সংবলিত ১৪টি মডিউলার অপারেশান থিয়েটার; আছে ১৬টি নার্স স্টেশন ও ৬২টি কনস্যালট্যান্ট রুম সংবলিত বহির্বিভাগ এবং আধুনিক গুণগতমানসম্পন্ন ৬৪টি ক্রিটিক্যাল কেয়ার বেড; নবজাতকদের জন্য ৪৪ শয্যাবিশিষ্ট নিওনেটাল ইউনিট এবং আটটি পেডিয়াট্রিক আইসিইউ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ইম্পেরিয়াল হাসপাতালের বোর্ড মেম্বার ও সিইআইটিসি ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান এম এ মালেক, আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক সেলিম আহমেদ, হাসপাতালের এক্সিউটিভ ম্যানেজার রিয়াজ হোসেন, কমিশনিং কনসালট্যান্ট এড লি হ্যানসেন, ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশন) শেখ আবদুস সালাম প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির বিরোধী দলবিহীন পার্লামেন্টের নামে দেশের সম্পদ নষ্ট করার এখতিয়ার কারো নেই: ইসলামী আন্দোলন বাংলাদেশ চলতি মাসে ঢাকা আসছেন ডোনাল্ড লু কমলাপুর মোড় থেকে টিটিপাড়াগামী যানবাহন চলাচল ৬ মাস বন্ধ জনগণকে নিরপেক্ষভাবে সেবা দিতে পুলিশ সদস্যদের নির্দেশ আইজিপির ধুনটে ট্রাকটরে পিষ্ট হয়ে শিশু নিহত আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাচ্ছে টিটিপি : ডিজি আইএসপিআর ইউরোপ যেতে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়াদের ১২ ভাগই বাংলাদেশী সব হজযাত্রীর ভিসা হবে, সঠিক সময়েও যাবে : ধর্মমন্ত্রী পশ্চিমবঙ্গের ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি এখনই বাতিল নয় : সুপ্রিম কোর্ট শঙ্কায় ম্যানইউ কনফারেন্স লিগও

সকল