০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


কলেজ হোস্টেলের খাবারে টিকটিকির ছবি ভাইরাল

- ছবি : সংগৃহীত

খাবারের মধ্যে মিলল সিদ্ধ হয়ে যাওয়া আস্ত টিকিটিকি। ভারতের খড়গপুর আইআইটির একটি ছাত্রাবাসের খাবারে টিকটিকি পাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে খড়গপুর আইআইটির আজাদ অ্যান্ড রেস্টুরেন্ট নামক ছাত্রাবাসে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে। শিক্ষার্থীরা খেতে বসে তরকারির মধ্যে সিদ্ধ হয়ে যাওয়া টিকটিকি দেখতে পায়। টিকিটিকি দেখা মাত্রই আতঙ্ক ছড়ায় শিক্ষার্থীদের মধ্যে। এদিকে ততক্ষণে এক ব্যাচ শিক্ষার্থীর খাওয়া হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতাল সূত্রে কোনও অসুস্থতার খবর মেলেনি।

কী করে সবার নজর এড়িয়ে খাবারে টিকিটিকি থেকে গেল? তা খতিয়ে দেখছে আইআইটি কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় মুখ খুলতে রাজি হয়নি তারা।

প্রসঙ্গত, খাবারের মধ্যে থাকা সিদ্ধ টিকটিকির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন জনৈক শিক্ষার্থী। তাতেই সামনে আসে গোটা ঘটনা।

এর আগেও দেশটিতে রেলের খাবারে, রেস্তরার খাবারে টিকটিকি, আরশোলা উদ্ধার হওয়ার ঘটনা সামনে এসেছে। কিন্তু এভাবে কলেজের হোস্টেলের খাবারে টিকটিকি? ছবি সামনে আসতেই আঁতকে উঠছে সবাই। জিনিউজ।


আরো সংবাদ



premium cement