২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কাশ্মিরে ঢুকতে দেয়া হয়নি রাহুল গান্ধীকে

রাহুল গান্ধী - ফাইল ছবি

সরকারের নিষেধ সত্ত্বেও কাশ্মির পরিস্থিতি সরেজমিনে দেখতে সেখানে যেতে চেয়েছিলেন প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। কিন্তু তাকে কাশ্মিরে প্রবেশ করতে দেয়া হয়নি। বিমান বন্দর থেকেই ফেরত পাঠানো হয়।

আগেই থেকে এমন আশঙ্কা ছিলই। তা বাস্তব করেই রাহুল গান্ধী-সহ বিরোধী নেতাদের শ্রীনগর থেকেই ফেরত পাঠিয়ে দিল জম্মু-কাশ্মির প্রশাসন। শ্রীনগর বিমানবন্দর থেকেই দিল্লি ফিরতে হয়েছে ১২ জন বিরোধী নেতাকে।

শনিবার বেলা ১২টার দিকে ভিস্তারার বিমানে দিল্লি থেকে শ্রীনগর পৌঁছান বিরোধী নেতারা। আড়াইটের সময় শ্রীনগর বিমানবন্দরে পৌঁছান রাহুল-সহ অন্যরা।

তবে বিমানবন্দরে উপস্থিত রাজ্যে সরকারের কর্মকর্তারা তাদের বাধা দেন। ফিরে যেতে অনুরোধ করা হয়। প্রসঙ্গত, জম্মু-কাশ্মির সরকার আগেই রাহুল গান্ধীদের কাশ্মিরে না যাওয়ার পরামর্শ জানিয়ে বিবৃতি দিয়েছিল।
রাহুলের সঙ্গে ছিলেন কংগ্রেসের গুলাম নবী আজাদ, কে সি বেণুগোপাল, আনন্দ শর্মা, তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদী, সিপিএম এর সীতারাম ইয়েচুরিসহ এক ডজন বিরোধী নেতা।


আরো সংবাদ



premium cement