২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

কাশ্মিরে সংঘর্ষ : ভারতীয় সেনাবাহিনীর মেজর নিহত

বন্দুকযুদ্ধের পর ভারতীয় বাহিনীর সতর্ক অবস্থান -

ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলায় স্বাধীনতাকামী যোদ্ধাদের সাথে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও এক মেজর ও দুই সৈনিক। সোমবার এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, কাশ্মিরের দক্ষিণাঞ্চলীয় জেলা অনন্তনাগের আচাবাল নামক স্থানে সোমবার এই বন্দুকযুদ্ধ হয়।

কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, মেজরসহ আহত চারজনকে দ্রত সেনাবাহিনীর ৯২ বেস সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সোমবার সকালে ওই এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনী বলছে, বন্দুকধারীরা সেনাদের লক্ষ্য করে গুলি করলে বন্দুকযুদ্ধ শুরু হয়। পাল্টা প্রতিরোধের অংশ হিসেবে সেনারাও গুলি করে। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

এদিকে সোমবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা এলাকায় এক বিস্ফোরণে অন্তত ৯ ভারতীয় সেনা আহত হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে আরিহাল এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পরই বন্দুধারীরা গাড়ির ওপর গুলিও চালায়। সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। গ্রেটার কাশ্মির ও এনডিটিভি


আরো সংবাদ



premium cement