০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


ক্রাউন প্রিন্সের জন্য প্রটোকল ভাঙলেন মোদি

ক্রাউন প্রিন্সের জন্য প্রটোকল ভাঙলেন মোদি - সংগৃহীত

ভারত সফরে এলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। প্রোটোকল ভেঙে দিল্লি বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে আসার আগে সদ্য পাকিস্তানে সফর করেছিলেন ক্রাউন প্রিন্স।

মঙ্গলবার বিমানবন্দরে শঙ্খধ্বনিতে স্বাগত জানানো হয় সৌদির যুবরাজকে। তাকে অভ্যর্থনা জানাতে দিল্লি বিমানবন্দরে পৌঁছন নরেন্দ্র মোদি।

দু’দিনের ভারত সফরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপররাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করবেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। পুলওয়ামা ঘটনার আবহে ইসলামাবাদে গিয়ে ইমরান খানের সরকারের যে ভাবে ভূয়শী প্রশংসা করেন মোহাম্মদ বিন সালমান, এ দিন নয়া দিল্লি পৌঁছনোর পর কী বার্তা দেবেন, সে দিকে নজর রয়েছে কূটনৈতিক মহলের।

তবে, ভারতের এই বহুকালের মিত্রদেশের সঙ্গে কেন্দ্রের বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে। ইমরান খানের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ সৌদির যুবরাজ ২ হাজার মার্কিন ডলারের উপঢৌকন দেয় পাকিস্তানকে। সন্ত্রাস দমন ইস্যুতে পাকিস্তানের সক্রিয়তার ভূয়শী প্রশংসা করেন তিনি। সংবাদ সম্মেলনে মোহাম্মদ নি সালমান বলেছিলেন, ''দু’দেশেই সন্ত্রাসবাদ সমস্যায় জর্জরিত। শান্তিপূর্ণভাবে মতানৈক্য দূরে সরিয়ে মোকাবিলা করতে হবে''।

সৌদির ‘স্ট্র্যাটিজি পার্টনারের’ তালিকায় ৮ নম্বর স্থানে রয়েছে ভারত। ২০১৭-১৮ অর্থবর্ষে দু’দেশের বাণিজ্য হয় ২৭৪৮ কোটি ডলার, যা মোদি সরকারের আমলে নজিরবিহীন বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। সৌদি আরবে কর্মসূত্রে প্রায় ২৭ লাখ ভারতীয় বসবাস করেন। প্রতি বছর দেড় লক্ষের বেশি ভারতীয় হজ যাত্রায় যান। সৌদির সঙ্গে ভারতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো মজবুত করতে ২০১৬ সালে ইতিবাচক বার্তা দিয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতে ২ জঙ্গি বিমানের সংঘর্ষে পাইলট নিহত
এনডিটিভি 

ভারতীয় বিমানবাহিনীর দু’টি যুদ্ধবিমান মাঝ আকাশে সংঘর্ষের পর বিধ্বস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দেশটির দক্ষিণাঞ্চলের কর্ণাটক প্রদেশের বেঙ্গালুরুতে সূর্যকিরণ এরাবেটিকস টিমের ওই দু’টি বিমানের তিনজন পাইলটের মধ্যে একজন নিহত হয়েছেন। তবে বিধ্বস্ত বিমানের অপর দুই পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন।

খবরে বলা হয়েছে, উত্তর বেঙ্গালুরুর ইয়েলাহানকা বিমান ঘাঁটিতে অনুশীলনের সময় বিমান দু’টির সংঘর্ষ হয়। একদিন পরই দেশটির বিমানবাহিনীর আনুষ্ঠানিক মেগা মহড়া শুরু হওয়ার কথা রয়েছে বেঙ্গালুরুতে। বেঙ্গালুর পুলিশ ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক এম এন রেড্ডি বলেন, বিমান দু’টিতে তিনজন পাইলট ছিলেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। অপর দু’জন আহত হলেও তারা শঙ্কামুক্ত।

ভিডিও ফুটেজে দেখা যায়, কসরতের সময় ওই দু’টি যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। পরে প্রায় কাছাকাছি স্থানেই বিমান দু’টি বিধ্বস্ত হয়। অপর একটি ভিডিওতে দেখা যায়, বিমানবাহিনীর ঘাঁটি থেকে কালো ধোঁয়া উড়ছে। বিমান বিধ্বস্তের পর ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বিমান দু’টি বিধ্বস্ত হওয়ার ইয়েলাহানকা বিমান ঘাঁটি পরিদর্শনে গেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। বেঙ্গালুরুতেই ছিলেন তিনি। সীতারামন বলেন, আমি দুর্ঘটনার খবর পেয়েছি।


আরো সংবাদ



premium cement
ভিসা জটিলতায় আয়ারল্যান্ড সিরিজে অনিশ্চিত আমিরের জামালপুরে অ্যাজেন্টদের মারধরের অভিযোগ, আহত ৩ ট্রাম্পের সাথে যা ঘটেছিল পর্ন তারকা স্টর্মির মধ্য বয়স থেকে যে অভ্যাসগুলো আপনার আয়ু বাড়াবে শাল্লায় ২ চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ, কারাগারে ৪ পররাষ্ট্রমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের এফসিডিও'র ইন্দো-প্যাসিফিক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ রাফায় ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে : রাশিয়া মিরসরাইয়ে জাল ভোট, ৩ নির্বাচনী কর্মকর্তা আটক উপজেলা নির্বাচনের কেন্দ্রগুলো খাঁ খাঁ করছে : মেজর হাফিজ হজযাত্রীদের জীবন আল্লাহর রাস্তায় উজাড় করে দিতে হবে : জামায়াত আমির ডলারের দাম ৭ টাকা বাড়াল বাংলাদেশ ব্যাংক

সকল