২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বড় সংগ্রহের পথে দক্ষিণাঞ্চল

-

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালের প্রথম দিন শেষে পূর্বাঞ্চলের বিপক্ষে ৬ উইকেটে ৩০৫ রান করেছে দক্ষিণাঞ্চল। দুই ওপেনার ফজলে মাহমুদ ও এনামুল হক বিজয়ের ব্যাটে দিনটি নিজেদের করে নিয়েছে দলটি। তবে ব্যাট হাতে নেমে ব্যর্থ হয়েছেন জাতীয় দলের মিডল-অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। ৪ বলে মাত্র ১ রান করেন মাহমুদুল্লাহ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে পূর্বাঞ্চল। ব্যাট হাতে নেমে দক্ষিণাঞ্চলকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার ফজলে ও বিজয়। সেঞ্চুরির জুটি গড়েন তারা। দলীয় ১৩৬ রানে বিচ্ছিন্ন হন ফজলে-বিজয় জুটি। রান আউট হওয়ার আগে ১৩১ বলে ৭৬ রান করেন বিজয়। লিগ পর্বের এক ম্যাচে দু’টি সেঞ্চুরি ও অন্য দু’টিতে একটি করে হাফ-সেঞ্চুরি করেছিলেন তিনি।
হাফ-সেঞ্চুরি করেছেন ফজলেও। সেঞ্চুরির সম্ভাবনা সৃষ্টি করেও ৮৬ রানে থামেন সাকলাইন সজীবের বলে। ১৫৫ বল মোকাবেলা করে ৯টি চার ও ২টি ছক্কা মারেন ফজলে। দলীয় ১৮৯ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন ফজলে। এরপর আল-আমিন ৩৯ রান করে রুয়েল মিয়ার বলে আউট হন। ১ রান করে পেসার আবু হায়দারের শিকার হয়েছেন মাহমুদুল্লাহ। এরপর আউট হন উইকেটরক্ষক নুরুল হাসান(১৮)। দ্রুত ৩ উইকেটের পতন হলে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন শামসুর রহমান ও সাত নম্বরে নামা মেহেদি হাসান। ওয়ানডে মেজাজে খেলে ৩৫ বলে ৩৬ রান করেন মেহেদি। মেহেদিকে ফিরিয়ে শামসুরের সাথে জুটি ভাঙেন পূর্বাঞ্চলের স্পিনার আফিফ হোসেন। ষষ্ঠ উইকেটে ৫২ রান যোগ করেন শামসুর ও মেহেদি। দিন শেষে শামসুর ৩৭ ও রেজা ৮ রানে করে অপরাজিত থাকেন। পূর্বাঞ্চলের রুয়েল ৫৮ রানে ২ উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস : ৮৮ ওভারে ৩০৫/৬ (ফজলে মাহমুদ ৮৫, এনামুল ৭৬, আল আমিন ৩৯, শামসুর ৩৭*, মেহেদি ৩৬, রুয়েল ২/৩৮, আবু হায়দার ১/৪১, সাকলাইন ১/৫১, আফিফ ১-১৩)।


আরো সংবাদ



premium cement
দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত

সকল