০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


সব কিছুই নজরদারিতে রাখবেন পাপন

-

আফগানিস্তানের বিপে টেস্টে হারসহ ভারত-পাকিস্তানের বিপে টানা ইনিংস ব্যবধানে হার মেনে নিতে পারেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তাই এখন থেকে আর বসে থাকবেন না, সব কিছুতেই নিজেকে জড়িয়ে রাখবেন বলে জানিয়েছেন তিনি। ‘একটু তো হোঁচট খাচ্ছিই। এ জন্য সবচেয়ে বড় দায়টা আমার নিজেরই। আমি একটু বেশিই ক্রিকেট থেকে সরে এসেছিলাম। ভেবেছিলাম, অনেক হয়েছে, আস্তে আস্তে নিজেরাই সব করতে পারবে। এখন দেখছি, আবার আগের মতো হয়ে যেতে হবে। ওই যে আপনারা নাম দিয়েছিলেন মিস্টার ইন্টারফেয়ারার। ওই রকম আবার মনে হয় একটা নাম হতে যাচ্ছে।’
ভারতের বিপে দুই টেস্টেই টস জিতে ব্যাটিং নিয়েছিলেন মুমিনুল হক। সেটা মোটেও পছন্দ হয়নি বিসিবি অধিপতির। এর আগে আফগানিস্তানের বিপওে একই সমস্যা হয়েছিল। বিশ্বকাপে তো মিটিংয়ের সিদ্ধান্ত উপো করে দল নেমেছিল পাকিস্তানের বিপ।ে এবার আর হাতা গুটিয়ে বসে থাকবেন না।
ভারতের বিপে টস জিতে ব্যাটিং নেয়ায় রেগে ছিলেন বিসিবি সভাপতি। অথচ তাকে বলা হয়েছিল ফিল্ডিং নেবে। এগুলোসহ এখন থেকে ক্রিকেটারদের সব বিষয়েই তিনি কড়া নজরদারিতে রাখবেন বলে জানান, ‘টসে জিতলে কী নেবো, স্কোয়াড কী হবে, কে কত নম্বরে নামবে, এসব আমার সাথে আগেই কথা হতো। সেটা এখন কিন্তু নেই। এখন আরও উল্টো হয়। আমাকে যদি বলে টসে জিতে ফিল্ডিং নেবো, খেলা শুরু হওয়ার পর দেখি ব্যাটিং নেয়। আমি তো তাদের মতিগতি কিছু বুঝি না। এটা শুরু হয়েছে ভারত সফর থেকে। এর আগে ধাক্কাটা খেয়েছি আফগানিস্তানের বিপে টেস্ট ম্যাচে। তখন দেশের বাইরে ছিলাম। যা বলেছি তার উল্টো হয়েছে। এবার আর তেমনটি করতে দেয়া যাবে না। আমাকে অবহিত করে সেটি পাল্টানো যাবে না।’

 


আরো সংবাদ



premium cement
উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশী ১০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জামায়াতের উদ্বেগ এমপি-মন্ত্রী-সচিবের আত্মীয় এগুলো দেখার প্রয়োজন নেই : ভোটগ্রহণ কর্মকর্তাদের ইসি সচিব বগুড়ায় শজিমেক ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১৩ স্বর্ণের দাম ভরিতে আরো কমলো ১৮৭৮ টাকা গাজায় হামাস যোদ্ধা ও ইসরাইলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ চান্দিনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু আমলা ও পুলিশদের বিজেপির হয়ে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে, অভিযোগ মমতার এডিবি প্রেসিডেন্টের সাথে অর্থমন্ত্রীর বৈঠক সিরাজদিখানে শিশু অপহরণ, থানায় অভিযোগ প্রিমিয়াম আবায়া হিজাবের জন্য মহিলাদের পছন্দের শীর্ষে মডেস্ট কালেকশনের প্রোডাক্ট

সকল