২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মোহামেডান বাধা পেরোল সাইফ সাইফ ১:০ মোহামেডান (আরাফাত)

-

দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেল মোহামেডান। নতুন নেতৃত্বে এবারের ফেডারেশন কাপে দারুণ লড়েছিল দর্শকপ্রিয় দলটি। অপেক্ষাকৃত দুর্বল দল নিয়েও তাদের সেমিফাইনালে ওঠা। এই ধারাক্রমে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগেও জয়ে শুরু ক্লাবটির। তবে দ্বিতীয় ম্যাচে এসেই হারের স্বাদ সাদা কালো শিবিরের। কাল ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে তাদের ১-০ গোলে হারিয়ে নিজেদের এগিয়ে নিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। ক্রোয়েশিয়ান কোচ ড্রাগো মামিচের অধীনে গড়া সাইফের লিগে এটি দ্বিতীয় জয়। ৫৬ মিনিটে কিরগিজস্তানের আহমেদের ফ্রি-কিকে হেডে জয়সূচক গোলটি করেন ইয়াসিন আরাফাত।
মোহামেডান প্রথম ম্যাচে হারিয়েছিল আরামবাগকে। আর সাইফের প্রথম ম্যাচে জয় ছিল এই ময়মনসিংহের হোম ভেনুতে। তাদের সেই জয় ফেডারেশন কাপের ফাইনালিস্ট রহমতগঞ্জের বিপক্ষে। কাল গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতির পর ফ্রি-কিক থেকে গোল জামালদের। প্রায় মাঝমাঠ থেকে নেয়া ফ্রি-কিক থেকে আসা বলে ফাটল ধরে মোহামেডান রক্ষণভাগে। সে বলে লাফিয়ে হেডে বল জালে পাঠান জাতীয় দলের ফুটবলার লেফট ব্যাক ইয়াসিন আরাফাত। ডিফেন্সে খেললেও গোলে পটু ইয়াসিন। অনূর্ধ্ব-১৮ জাতীয় দলের হয়ে গোল করেছিলেন ভারতের বিপক্ষে সাফে। অবশ্য সেই ম্যাচে গোল উদযাপন করতে গিয়ে জার্সি খুলে লাল কার্ড পান তিনি। কাল অবশ্য আর সেই ভুল নয়। সাইফের ম্যানেজার ওবায়দুর জানান, রাফ অ্যান্ড টাফ ম্যাচ হয়েছে এটি। খেলায় সাইফ প্রথমার্ধে আরেকটি গোলের চান্স পায়। কিন্তু ফ্রি-কিকের বলে গোল করতে পারেননি ফাহিম।


আরো সংবাদ



premium cement