২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

লুইস-পোলার্ডে লিড উইন্ডিজের

-

অবশেষে সমাপ্তি ঘটল টি-২০ ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের জয়োৎসব প্রতীক্ষার। একটানা ছয় খেলায় হারের দুঃস্বপ্ন পেছনে ফেলল ২০ ওভার ভার্সনের বিশ্বচ্যাম্পিয়নরা। লুইসের বিধ্বংসী ব্যাটিং ও নতুন অধিনায়ক কাইরন পোলার্ডের অলরাউন্ড নৈপুণ্যে জয়েই তারা শুভসূচনা করেছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ট্রফির লড়াইয়ে। গত বৃহস্পতিবার লক্ষেèৗতে উদ্বোধনী লড়াইয়ে আফগানদের ৩০ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে লিড নিয়েছে উইন্ডিজ।
টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নামে আফগানিস্তান। ব্যাট হাতে নেমে দলীয় ৪ রানেই প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্রান্ডন কিং ৪ রান করে ফিরেন। শিমরোন হেটমায়ারকে নিয়ে ৫৫ বলে ৮৭ রানের জুটি গড়েন আরেক ওপেনার লুইস। হেটমায়ার ২১ বলে ২১ রান করলেও ৪১ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন লুইস। ৪টি চার ও ৬টি ছক্কা দিয়ে নিজের ইনিংসটি সাজান তিনি। উইকেটরক্ষক দিনেশ রামদিনের ১৯ বলে ২০ এবং অধিনায়ক পোলার্ড ২টি চার ও ১টি ছক্কায় ২২ বলে ৩২ রানের ইনিংস খেলেন। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৪ রানের লড়াকু সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানের সাবেক অধিনায়ক গুলবাদিন নাইব ২৪ রানে ২ উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজ বোলারদের নৈপুণ্যে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। দলের পক্ষে চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটা পেরোতে পারেন। নাজিবুল্লাহ জাদরান ২৭, আসগর আফগান ২৫, ফারিদ আহমেদ অপরাজিত ২৪ ও হজরতউল্লাহ জাজাই ২৩ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের কেসরিক উইলিয়ামস ৩টি, পোলার্ড-ওয়ালস ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পোলার্ড। আজ একই ভেনুতে দল দু’টি মুখোমুখি হবে সিরিজের দ্বিতীয় টি-২০ লড়াইয়ে।


আরো সংবাদ



premium cement