২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সব চাপ বাংলাদেশের ওপর

অনুশীলনের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দল স্ট্রেচিং করছে হ নয়া দিগন্ত -

জিম্বাবুয়ের ক্রিকেটের হারানো মর্যাদা পুনরুদ্ধারে ত্রিদেশীয় টি-২০ সিরিজের পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই দাবি শেন উইলিয়ামসের। তিন দলীয় ট্রফির রেসে আফ্রিকার অবশিষ্ট দুই লড়াইকে ‘মাস্টউইন’ ম্যাচের খ্যাতিও দিলেন জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার। ত্রিদেশীয় সিরিজে প্রত্যাশিত সূচনায় ব্যর্থতা আয়োজক বাংলাদেশকে বাড়তি চাপের মধ্যে ফেলে দিয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন উইলিয়ামস। তবে স্বাগতিকদের কখনো হালকাভাবে নেয়ার মতো ঝুঁকি জিম্বাবুয়ে নেয়নি বলেও সাফ জানিয়ে দেন সফরকারী অলরাউন্ডার।
গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে দলীয় অনুশীলনের এক ফাঁকে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ সব কথা জানান।
আজ শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-২০ সিরিজের চট্টগ্রাম পর্বের দ্বৈরথ। উদ্বোধনীতেই স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি জিম্বাবুয়ে। ফাইনানে প্রতিনিধিত্বের প্রশ্নে রাউন্ড রবিন লিগের শেষ দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই আফ্রিকার দলটির সামনে। উইলিয়ামসন বলেন, ‘অবশিষ্ট দুই খেলা ‘মাস্টউইন’ আমাদের জন্য। মাঠে ব্যাসিক বিষয়গুলো ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে কোনো কিছুই অসম্ভব নয়। ফিল্ডিংয়ে অবশ্যই উন্নতি করতে হবে। প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষের সাথে আমাদের পার্থক্য গড়ে দেয়ার ক্ষেত্রে ফিল্ডিংয়ের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই এক জায়গাতে উন্নতির সাফল্য পুরোপুরি পাল্টে দিতে পারে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের অবস্থানকে। আমরা জানি বাংলাদেশ চাপের মধ্যে রয়েছে। তবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে মাঠে নেমে ব্যাসিক ঠিক রাখার চ্যালেঞ্জে সফলতায় মনোযোগ দেয়া। দল হিসেবে প্রতিটি বিভাগেই বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী। সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর মতো ক্রিকেটার রয়েছে স্বাগতিক শিবিরে। তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের বিকল্প কোনো পথ খোলা নেই। বাংলাদেশ কখনো হালকাভাবে নেয়ার ঝুঁকি গ্রহণ করেনি জিম্বাবুয়ে। ক্রিকেটাররা সর্বদা নিজেদের কাজের প্রতিই পূর্ণ মনোযোগ রেখেছেন। ভবিষ্যতেও ব্যতিক্রম কোনো কিছু ঘটার সম্ভাবনা দেখি না। মাঠের ‘সাধারণ’ করণীয়গুলো সঠিকভাবে সম্পন্ন টার্গেটেই আমরা মাঠে নামব। এ ক্ষেত্রে সফলতা/ব্যর্থতা নিশ্চিত করবে ম্যাচের ফলাফল। যেহেতু খেলাটি টি-২০ ফরম্যাটের, কোনো কিছুই অসম্ভব নয়। আমরা আত্মবিশ্বাসী শেষ দুই ম্যাচে ভালো করার ব্যাপারে।’
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা অধ্যায় পার করছে জিম্বাবুয়ে। সর্বশেষ দুই মাস যাবৎ দেশটির ক্রিকেট বোর্ডের ওপর ঝুলছে আইসিসির সাসপেনশনের খড়গ। ইতোমধ্যেই আফ্রিকার দলটি মর্যাদা হারিয়েছে আসন্ন টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে প্রতিনিধিত্বের। বাংলাদেশ সফরের ত্রিদেশীয় সিরিজের সূচনায়ও তারা ব্যর্থ হয়েছে পারফরম্যান্সের প্রত্যাশা পূরণে। টানা হেরেছে রাউন্ড রবিন লিগের প্রথম দুই ম্যাচে। তবে পর পর দুই পরাজয় দলটির ক্রিকেটারদের পারফরম করার আত্মবিশ্বাসে ফাটল ধরাতে পারেনি বলে নিশ্চিত করেছেন উইলিয়ামসন। তিনি বলেন, ‘কঠিন সময় থেকে আমরা অনেক কিছু শিখেছি। দৃঢ় হয়েছে দল হিসেবে আমাদের পারফরম করার আত্মবিশ্বাস।’


আরো সংবাদ



premium cement