২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


আজো কি কাতারের বিপক্ষে জয়

-

বাংলাদেশের যুব ফুটবলে দারুণ দারুণ কিছু জয় আছে। এই জয়গুলো সিনিয়র লেভেলে হলে অনেক মাতামাতি হতো; কিন্তু জুনিয়র লেভেলে বলে তা ততটা গুরুত্ব পায়নি। তেমনই একটা জয় ২০১৭ সালে কাতারের বিপক্ষে পেয়েছিল বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বে লাল-সবুজ কিশোররা ২-০তে হারিয়ে দেয় স্বাগতিক কাতারকে। এর আগে ২০১৩ সালে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলে বাংলাদেশের ১-০তে জয় কুয়েতের বিপক্ষে। ২০২২ বিশ্বকাপের স্বাগতিক কাতারের অনূর্ধ্ব-১৬ দলের সামনে আজ আবার বাংলাদেশ। কাতারের দোহায় বাংলাদেশ সময় রাত দশটায় এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের ‘ই’ গ্রুপের এই ম্যাচটি হবে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল কি পারবে ২০১৭ সালের পুনরাবৃত্তি করে এবারো কাতারকে হারাতে। আজ লাল-সবুজরা জিততে পারলে ২০ সেপ্টেম্বর ভুটানকে হারাতে পারলেই প্রায় নিশ্চিত হবে এই আসরের চূড়ান্ত পর্বে খেলা। অবশ্য বাংলাদেশ দল পূর্ণ শক্তির দল নয়। অনূর্ধ্ব-১৫ সাফে খেলা দল থেকে ১১ জনকেই বাদ দেয়া হয় বেশি বয়স এবং বাজে পারফরম্যান্সের জন্য। ফলে নতুনভাবে গড়া দলের পক্ষে বেশ কঠিনই হবে কাতারের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করা। আর কাতারও চাইবে আগের হারের বদলা নিতে। ২২ সেপ্টেম্বর বাংলাদেশের পরের ম্যাচ ইয়েমেনের বিপক্ষে।

 


আরো সংবাদ



premium cement