০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


ধনঞ্জয়ার পর লাথাম

-

ধনঞ্জয়ার পর টম লাথাম। তাদের দুইজনের অনবদ্য সেঞ্চুরি নিশ্চিত করল পি সারা ওভাল টেস্টের জমজমাট দ্বৈরথ। লঙ্কার পক্ষে এক প্রান্ত আগলে রেখে একাই লড়াই করেন স্পিন অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা। তার ১০৯ রানের অসাধারণ ইনিংসের সুবাদেই দুইশোর কোটা অতিক্রম স্বাগতিকদের। দলটির মিডল অর্ডার ধসিয়ে পেসার টিম সাউদির ৪ উইকেট শিকারের অ্যাডভান্টেজ লুফে নিতে ব্যর্থ নিউজিল্যান্ড। লাঞ্চের পর প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমেই বিপর্যস্ত দলটি। ৩৪ রানে শীর্ষ দুই ব্যাটসম্যানকে হারানো কিউইদের ত্রাতার ভূমিকায় উদ্ভাসিত টম লাথাম। গতকাল তার অপরাজিত ১১১ রানের ইনিংসে ভর দিয়েই সিরিজের দ্বিতীয় টেস্টের রেসে ফিরেছে নিউজিল্যান্ড। ৪ উইকেটে ১৯৬ রানে দলটি শেষ করেছে ম্যাচের তৃতীয় দিন। সফরকারীরা এখনো পিছিয়ে রয়েছে ৪৮ রানে। হাতে অবশিষ্ট ৬ উইকেট।
বৃষ্টি ভেস্তে দেয় পি সারা ওভাল টেস্টের প্রথম দুই দিনের বেশির ভাগ সময়ের মাঠের লড়াই। তবে তৃতীয় দিনের পুরোটা সময় কেটেছে বল-ব্যাটের নাটকীয়তায়। দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শনে প্রথম সেশনের ‘নায়ক’ লঙ্কার অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা। দ্বিতীয় দিনের অপরাজিত ৩২ রান নিয়ে খেলতে নেমে তিনি একাই সচল রাখেন স্বাগতিকদের রানের চাকা। সবার সূচনায় দিলরুয়ান পেরেরার উইকেট পতনে সংশয়ে পড়ে যায় লঙ্কার দুইশোর কোটা অতিক্রম। বিপর্যস্ত দলটিকে উদ্ধারে দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন ধনঞ্জয়া। এক প্রান্ত আগলে রাখতে সক্ষম হন লো-অর্ডারের সতীর্থদের উইকেটে আসা-যাওয়ার বিপরীতে। তার লড়াকু সেঞ্চুরি মুখ্য অবদান রেখেছে লঙ্কার দুইশোর কোটা অতিক্রমে। অলআউটের আগে দলটি প্রথম ইনিংসের সংগ্রহ ২৫৫ রান। স্পিন অলরাউন্ডার ধনঞ্জয়া ১৩৮ বলে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক। দুইটি ছক্কা ও বাউন্ডারি হাঁকান ১৬টি। ৬৩ রানে ৪ উইকেট নেন সাউদি।


আরো সংবাদ



premium cement