২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


শ্রীলঙ্কার বিপক্ষেও বড় জয় চায় বাংলাদেশ

-

সাফ অনূর্ধ্ব-১৬ এবং পরে অনূর্ধ্ব-১৫ আসরে বাংলাদেশের হারের কোনো রেকর্ড নেই শ্রীলঙ্কার বিপক্ষে। প্রতিবারই তাদের সাথে খেলা পড়েছে বাংলাদেশের। সহজ জয় প্রতিবারই। এবারো কি এই দ্বীপ রাষ্ট্রটির বিপক্ষে বড় জয়। সে উত্তর জানতে অপেক্ষায় থাকতে হবে আজ দুপুর পর্যন্ত। আজ বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ভারতের কল্যানীতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এবারের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশ ৫-২ গোলে হারিয়েছিল ভুটানকে। এই ভুটানের বিপক্ষে লঙ্কানরা পরাজিত করে তিন-দুই গোল। গত পরশু নেপালের কাছে ০-২ গোলে হার শ্রীলঙ্কার। আজ জিতলে বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে।
বাংলাদেশ এর আগে ২০১১-এর সাফে তাদের বিপক্ষে ৬-২ গোলে, ২০১৩ সালে ৩-১ এ, ২০১৫ সালে ৪-০ ও ২০১৭ সালে একই ব্যবধানে হারায়। এই ফলাফল বলছে আজো লাল-সবুজদের সহজ জয়ই পাওয়ার কথা। কোচ মোস্তফা আনোয়ার পারভেজ বাবুর কণ্ঠেও আজ সহজ জয়ের প্রত্যয়। তার মতে, শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছি না। তাদের খেলা আমরা দেখেছি। দলটির গোলরক্ষক বেশ ভালো। তবে তাদের কিছু দুর্বলতা রয়েছে, তা পুঁজি করেই জিততে চাই।


আরো সংবাদ



premium cement