২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জুয়েল ৬২তম

-

দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে চলমান ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গত রোববার ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে আরিফুল ইসলাম ৮৭ জনের মধ্যে হয়েছেন ৭৮তম। গতকাল আরিফুলের চেয়েও বেশি ব্যর্থতার পরিচয় দিয়েছেন জুয়েল আহমেদ। ৬৩ জন সাঁতারুর মধ্যে হয়েছেন ৬২তম। তার পরে মাত্র একজন সাঁতারুই ছিলেন। তিনি হলেন আফগানিস্তানের হেদায়েতুল্লাহ নুরজাদ। এই আফগান যুবাকেই পেছনে ফেলতে পেরেছিলেন জুুয়েল।
১ নম্বর হিটে সাঁতরিয়েছেন জুয়েল আহমেদ। এই হিটে ছিলেন চারজন। ১:০৫:০০ মিনিট সময় নিয়ে জুয়েল হয়েছেন তৃতীয়। তার পেছনে ছিলেন আফগানিস্তানের হেদায়েতুল্লাহ। সব হিট মিলিয়ে ৬৩ জনের মধ্যে এই দু’জনই সবার পেছনে। জুয়েল ৬২তম, হেদায়েতুল্লাহ ৬৩তম। জুয়েল ঘরোয়া প্রতযোগিতায় এর চেয়েও ভালো টাইমিংয়ে সাঁতরান। এ বছরের শুরুর দিকে জাতীয় চ্যাম্পিয়নশিপে টাইমিংও ধরে রাখতে পারেননি। তিনি প্রথম ৫০ মিটার অতিক্রম করেছিলেন ৩০.২৭ সেকেন্ডে। কিন্তু শেষ ৫০ মিটার যেতে সময় নিয়েছেন ৩৪.৭৩ সেকেন্ড। এ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাওয়া একমাত্র মহিলা সাঁতারু জোনায়না আহমদে ২০০ মিটার বাটারফ্লাইয়ে অংশ নিতে পুলে নামবেন আগামীকাল।


আরো সংবাদ



premium cement