২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জাপানকে উড়িয়ে দিলো চিলি

-

এডুয়ার্ডো ভারগাসের দুই গোলে সাও পাওলোতে সোমবার এশিয়ান পরাশক্তি জাপানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চিলি। প্রথমার্ধে এরিক পালগারের গোলে এগিয়ে গিয়েছিল চিলি। দ্বিতীয়ার্ধে মেক্সিকান ক্লাব টাইগার্স ইউএএনএলের স্ট্রাইকার ভারগাসের গোলে ২০১৫ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন চিলির ব্যবধান দ্বিগুণ হয়। ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যালেক্সিস সানচেজ ৮২ মিনিটে দলের জয় নিশ্চিত করেন। জাতীয় দলের হয়ে সানচেজের এটি ৪২তম গোল। মিনিটখানেক পরই জাপানিজ গোলরক্ষক কেইসুকে ওসাকোকে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ভারগাস। এই জয়ে সমান পয়েন্ট ও গোল ব্যবধান নিয়ে উরুগুয়ের সাথে গ্রুপ-‘সি’র শীর্ষে অবস্থান করছে চিলি।
ম্যাচ শেষে চিলির কোচ রেইনালডো রুয়েডা বলেছেন, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়েছে এবং এই আত্মবিশ্বাস নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে পারবো। এই জয়টা হঠাৎ করেই আমাদেরকে স্বপ্নের দল বানিয়ে দেবে না। কোপা আমেরিকার ধারাবাহিকতা ধরে রাখাই এখন মূল লক্ষ্য।’
বড় ব্যবধানে পরাজিত হলেও কোপা আমেরিকায় অতিথি দল হিসেবে জাপানও চিলিকে ছেড়ে কথা বলেনি। তবে তরুণ স্ট্রাইকার আয়াসে উয়েদার বাজে ফিনিশিংয়ের কারণে কাক্সিক্ষত গোলের দেখা পায়নি জাপানিজরা। জাপানি কোচ হাজিমে মোরিইয়াসু বলেন, ‘গোল আমাদের প্রাপ্য ছিল। পার্থক্য হচ্ছে তারা সব সুযোগই কজে লাগিয়েছে। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আমরা হতাশ। কিন্তু একইসাথে তাদের ওপর যে চাপ সৃষ্টি করতে পেরেছি তাতেই আমরা খুশি।’
যদিও কালকের ম্যাচে জাপানের শুরুটা ভালই হয়েছিল। ৯ মিনিটে মেয়া নাকাজিমার জোড়ালো শট দারুণভাবে রুখে দেন চিলি গোলরক্ষক গ্যাব্রিয়েল আরিয়াস। তবে সময় যত গড়িয়েছে চিলি ততই বিপজ্জনক হয়ে উঠেছিল। ৩৫ মিনিটে সানচেজের একটি লো শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
এরপর সানচেজের কাছ থেকে দারুন একাট পাস পেয়েও বায়ার লিভারকুসেনের মিডফিল্ডার চার্লস আরানগুইজ কাজে লাগাতে ব্যর্থ হন। তবে ৪১ মিনিটে সেট পিস থেকে এগিয়ে যায় চিলি। আরানগুইজের কর্নার থেকে মিডফিল্ডার পালগারের হেডে ম্যাচে লিড পায় চিলি।
এই গোলের পরেই চিলির আধিপত্য বাড়তে থাকে। কিন্তু বিরতির ঠিক আগে আরিয়াসকে পরাস্ত করলে ২০ বছর বয়সী উয়েদার শট খালি পোস্টে বল পাঠাতে পারেননি। বিরতির পর সানচেজের হেড খুব কাছে থেকে আটকে দেন ওসাকো। ৫৪ মিনিটে ডান দিক থেকে মরিসিও ইসলার পাতে ব্যবধান দ্বিগুণ করেন ভারগাস। ৬৯ মিনিটে উয়েদা জাপানের হয়ে আরেকটি সুযোগ নষ্ট করলে এশিয়ানদের আশা কার্যত শেষ হয়ে যায়। ৮২ ও ৮৩ মিনিটে পরপর দুই গোল হজম করার পর জাপানের পরাজয়ের ব্যবধানটা বেড়েছে।

 


আরো সংবাদ



premium cement
যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় আহত শিশুর মুখে ২০০ সেলাই বিষখালীতে মৎস্য বিভাগের অভিযান : জেলে নিখোঁজ, আহত ২ দক্ষিণ এশিয়ার যে শহরগুলোর তাপমাত্রা এখন সর্বোচ্চ গাজীপুরে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে অটোরিকশার ধাক্কায় হতাহত ৫ চৌগাছায় সিদ কেটে স্বর্ণের দোকানে চুরি দুর্নীতির মামলায় কৃষিমন্ত্রীকে আটক করল ইউক্রেন

সকল