১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


শোকস্তবদ্ধ তামিম-সাঙ্গাকারা-টেন্ডুলকার-কোহলি

-

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালনকালে শ্রীলংকায় চার্চ ও হোটেলে বোমা হামলার ঘটনায় বিশ্ববাসীর সাথে শোক-স্তব্ধ ক্রিকেট বিশ্বও। লংকার রাজধানী কলম্বোতে এ ন্যক্কারজনক ঘটনায় দুই শতাধিক লোক নিহত ও বহু আহত হয়েছে।
এমন জঙ্গি এবং বর্বর হামলার ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে ক্রিকেট বিশ্ব। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন বিশ্বের তারকা খেলোয়াড়রা। সেই তালিকায় আছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল, শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা, ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার এবং বর্তমান অধিনায়ক বিরাট কোহলিসহ আরো অনেকে।
তামিম লিখেছেন, ‘শ্রীলংকায় সিরিজ বোমা হামলার খবর হৃদয়বিদারক। এ ধরনের পাশবিক এবং বর্বর ঘটনার কোনো ঠাঁই এই পৃথিবীতে হতে পারে না। এমনকি এগুলো কোনোভাবেই আমাদের চিন্তা এবং মানবিকতায় ঠাঁই নিতে পারে না।’
সাঙ্গাকারা লিখেছেন, ‘আমি পুরোপুরি বিস্মিত-ক্ষুব্ধ। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এমন বর্বর কর্মকাণ্ডের জন্য ঘৃণা জানানোর ভাষা আমার কাছে নেই। নিহত এবং আহতদের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। যারা এসব বর্বর হামলার শিকার, সবার প্রতি দোয়া এবং প্রার্থনায় করছি। তাদের সবার প্রতি আমার ভালোবাসা রইল।’
টেন্ডুলকার লিখেছেন, ‘শ্রীলংকার বিভিন্ন স্থানে হামলার ঘটনা শুনে আমি ক্ষুব্ধ এবং বিস্মিত। এমন সন্ত্রাসী হামলার জন্য ঘৃণা প্রকাশ করছি।’
টুইটারে ভারত অধিনায়ক কোহলি লিখেছেন, ‘শ্রীলংকায় বিস্ফোরণের ঘটনায় আমরা আতঙ্কিত। এমন বর্বর ঘটনায় আহত ও নিহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’


আরো সংবাদ



premium cement