২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

দেশের মাটিতে ২৬ দেশের আরচার ম্যাক্সিমাম স্বর্ণের প্রত্যাশা স্থানীয়দের

-

২৬ দেশের প্রায় দেড় শতাধিক আরচার নিয়ে আগামী শনিবার থেকে শুরু হবে তৃতীয় আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি ওয়ার্ল্ড র্যাংকিং আরচারি চ্যাম্পিয়নশীয়। চার দিনব্যাপী আসরে দেশী-বিদেশী আরচারদের পদচারণায় মুখরিত থাকবে আরচারির নিজস্ব ভেনু টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম। এ নিয়ে তৃতীয়বারের মতো আয়োজক বাংলাদেশ। আগের দুটি আসর বসেছিল মাওলানা ভাসানী স্টেডিয়ামে। প্রথম আসরে ১৪ দেশের অংশগ্রহণে বাংলাদেশের স্বর্ণপদক ছয়টি। দ্বিতীয় আসরে ১৭ দেশের মাঝে বাংলাদেশের স্বর্ণ পাঁচটি। এবার অংশ নিয়েছে ২৬টি দেশ। স্থানীয়দের প্রত্যাশা ১০টির মাঝে ম্যাক্সিমাম স্বর্ণপদক। গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। এ সময় ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব:) মইনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এবারের আসরে অংশ নিচ্ছে আলবেনিয়া, আজারবাইজান, আলজেরিয়া, চাঁদ, ক্যামেরুন, জার্মানি, ভারত, ইরান, ইরাক, কাজাখস্তান, কেনিয়া, কিরগিজস্তান, সৌদি আরব, মালয়ি, মরক্কো, নেপাল, পাকিস্তান, সুদান, সিরিয়া, থাইল্যান্ড, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, চাইনিজ তাইপে, সংযুক্ত আরব আমিরাত, উগান্ডা ও স্বাগতিক বাংলাদেশ।

 


আরো সংবাদ



premium cement