২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রিয়ালকে জয় এনে দিলেন বেল

-

শেষ পর্যন্ত লা লিগায় ৮০২ মিনিটের গোলখরা দূর করলেন রিয়াল মাদ্রিদের ওয়েলস সুপার স্টার গ্যারেথ বেল। রোববার তার দেয়া একমাত্র গোলে ধুঁকতে থাকা হুয়েস্কার বিপক্ষে ১-০ ব্যবধানে জয়লাভ করেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে টেবিলের শীর্ষ দল বার্সেলোনার সাথে ৫ পয়েন্টের ব্যবধানে চলে এসেছে সান্তিয়াগো সারির দল।
লা লিগায় বেল সর্বশেষ গোলের দেখা পেয়েছিলেন গত সেপ্টেম্বরে লিগের সূচনা লগ্নে। তার গোলে ভর করে লিগে পাঁচ ম্যাচের মধ্যে চতুর্থ জয় লাভ করেছিল ইউরোপীয় চ্যাম্পিয়নেরা। এবারের জয়ে টেবিলের শীর্ষ চারে জায়গা খুঁজে পায় দলটি।
খেলা শেষে রিয়াল কোচ সারি বলেন, ‘তিনি (বেল) ও দলের অবশিষ্ট সদস্যরা ছিল অসাধারণ। তিনি অসাধারণ এক গোল করেছেন, যা দলীয় জয়ের জন্য ছিল যথেষ্ট। তার এই গোলটি এবং দলীয় বিজয়টি ছিল খুবই গুরুত্বপূর্ণ। যার ফলে পূর্ণ তিন পয়েন্ট অর্জিত হয়েছে। এটি স্মরণীয় কোনো ম্যাচ না হলেও লা লিগার শিরোপা জয় করতে হলে আপনাকে অবশ্যই জয়লাভ করতে হবে।’
দীর্ঘ সময় ধরে গোলের দেখা না পাওয়া বেল ম্যাচের অষ্টম মিনিটেই সতীর্থ আলভেরো ওদ্রিওজোলার মাপা ক্রসের বলটি ভলির সাহায্যে জালে জড়িয়ে দেন (১-০)। প্রথমার্ধের মধ্যভাগে অবশ্য স্বাগতিক দল দারুণ একটি আক্রমণ রচনা করেছিল। এ সময় হুয়েস্কার উইঙ্গার ইজেকুয়েল এভিলার অসাধারণ একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। বেলজিয়ান এই আন্তর্জাতিক তারকা পাঞ্চ করে বলটিকে বাইরে পাঠিয়ে দেন। ম্যাচের ২৫তম মিনিটে আরো একটি গোলের সুযোগ পেয়েছিলেন বেল। ডি বক্সের ভেতর থেকে তার নেয়া শটের গতি ঘুরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক আলেক্সান্দার জোভানোভিচ। এটি ছিল হুয়েস্কার ১৫ম্যাচের মধ্যে ১০ম হার।
রোববার অনুষ্ঠিত লিগের অন্য ম্যাচে রিয়াল ভ্যালাডোলিড ২-১ গোলে রিয়াল সোসিয়েদাঁদকে এবং রিয়াল বেতিস ২-০ গোলে রয়ো ভালেকানোকে পরাজিত করেছে। এ ছাড়া এইবার ৪-৪ গোলে ড্র করেছে লেভান্তের সাথে।


আরো সংবাদ



premium cement
ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে

সকল