০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


শিরোনামে নেদারল্যান্ডস ফ্রান্সকে হারিয়ে রেলিগেশন লজ্জা জার্মানির

-

অঘটন হজম শিরোনামে লেস ব্লুজ খ্যাত ফ্রান্স। বিশ্বচ্যাম্পিয়নদের দুঃস্বপ্নে ফেলে নেশনস লিগের সেমিফাইনালের হটসিটে তারুণ্যনির্ভর নেদারল্যান্ডস। নিজেদের শেষ ম্যাচে ড্রতেই চলবে তাদের। শুক্রবার রোটেরডাম সফরে মহাদেশীয় টুর্নামেন্টের অভিষেক আসরের সবচেয়ে বড় অঘটনের শিকার সদ্য ফিফার ২১তম বিশ্বকাপজয়ী ফ্রান্স। লিগ ‘এ’র ১ নম্বর গ্রুপ থেকে সেমির ফেবারিট দলটিকে বিস্ময় ফাঁদে ফেলে বাঁধভাঙা উল্লাস তারুণ্যনির্ভর ডাচদের। উজ্জীবিত নৈপুণ্য প্রদর্শনেই যোগ্য দল হিসেবে তারা ২-০ গোলে হারিয়ে দেয় ফরাসিদের। অধিকতর যোগ্য দল হিসেবে ডাচদের জয় নিশ্চিত করেছে ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির রেলিগেশন লজ্জা। এক খেলা বাকি থাকতেই ‘বি’ লিগে অবনমনের দুঃস্বপ্ন জার্মানদের।
রোটেরডাম সফরে সহজাত পারফরম্যান্স প্রদর্শনেও ব্যর্থ ফ্রান্স। ম্যাচের সূচনা থেকেই দলটিকে কোণঠাসা রেখে একচেটিয়া খেলেছে নেদারল্যান্ডস। বিগ ম্যাচের অভিজ্ঞতায় ঢের পিছিয়ে থাকা স্বাগতিকদের কাক্সিক্ষত লিডের উৎসব বিরতির ১ মিনিট আগে। ফরাসি ‘ডি’ বক্সে হুগো লোরিসকে একা পেয়েও গোলবঞ্চিতের যন্ত্রণায় বর্তমান ডাচ দলের সবচেয়ে সিনিয়র ফুটবলার রায়ান বাবেল। তার ব্যক্তিগত হতাশা মুহূর্তের ম্যাজিকেই ভুলিয়ে দেন তারকা মিডফিল্ডার জিওজিনিও ভাইলানডুম। ফিরতি বল জালে ঢুকিয়ে দেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা প্লেমেকার।
বিরতির ১ মিনিট আগে আচমকা গোল হজমে হতবাক ফরাসিদের মধ্যে খেলায় প্রত্যাবর্তনের তাড়না অনুপস্থিতি শেষ ৪৫ মিনিটেও। সুযোগটা লুফে নেয় নেদারল্যান্ডস। সফরকারীদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন সাবেক ম্যানইউ স্ট্রাইকার মেমফিফ ডিপে। উত্তেজনায় ঠাসা ম্যাচের ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথার শটে নিশ্চিত করেন ডাচদের অঘটন জন্ম দেয়ার জয়োৎসব। ফ্রান্স সফরে লড়াকু পরাজয়ের পর শেষ দুই খেলায় টানা জয়োৎসব নেশনস কাপের সেমিতে এক পা নেদারল্যান্ডসের। ৬ পয়েন্ট অর্জনে তারা উঠে এসেছে ১ নম্বর গ্রুপের ২ নম্বর পজিশনে। ডাচদের শেষ ম্যাচের প্রতিপক্ষ এরই মধ্যে রেলিগেশনের ফাঁদে আটকা পড়া ২০১৮ সালের ব্রাজিল বিশ্বকাপজয়ী জার্মানি।


আরো সংবাদ



premium cement
পশ্চিম তীরে ৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী ব্রাজিলে ভয়াবহ বন্যা, নিরাপদ স্থানে সরানো হয়েছে ৭০ হাজার লোক ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ চলছে সুন্দরবনে আগুন : নেভানোর চেষ্টা চলছে, তবে সময় লাগবে মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা আ’লীগের নীতিগত সিদ্ধান্ত : কাদের মুসলিমদের ঐক্য ও সংহতি বাড়ানোর লক্ষ্যে গাম্বিয়ায় ওআইসির সম্মেলন শুরু ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনা প্রাঙ্গণ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশী আহত মধুখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচালক নিহত, আহত হেলপার বরিশালে নথুল্লাবাদ টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ নয়া দিগন্তের শৈলকুপা সংবাদাতার ওপর দুর্বৃত্তদের হামলা

সকল