২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কঠিন পরীক্ষায় পড়তে হবে পাকিস্তানকে : আকরাম

-

এশিয়া কাপের সুপার-ফোর পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে কঠিন পরীক্ষায় পড়তে হবে বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। আজ আবুধাবিতে সুপার ফোরের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচের বিজয়ী দল খেলবে ফাইনালে। হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজ দল পাকিস্তানকে নিয়ে চিন্তিত আকরাম। পাকিস্তান দলকে কিছুটা ভীতসন্ত্রস্ত মনে হচ্ছে উল্লেখ করে সাবেক এ পেস গ্রেট বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে। কারণ, পাকিস্তানের পারফরম্যান্সে আমি হতাশ। পাকিস্তানের এই দলটিকে আমার ভীতসন্ত্রস্ত মনে হচ্ছে।’
হংকং-এর বিপক্ষে ৮ উইকেটে জয় দিয়ে এবারের এশিয়া কাপে যাত্রা শুরু করে পাকিস্তান। তবে গ্রুপ পর্বে পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ করে পাকিস্তান। ভারতের কাছে ৮ উইকেটে হারার পরও এক জয়েই সুপার-ফোরে ওঠে পাকিস্তান।
গ্রুপ পর্বের মতো সুপার-ফোরেও জয় দিয়ে যাত্রা শুরু করে পাকিস্তান। যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানকে ৩ উইকেটে হারায় তারা। এতে ভারতের বিপক্ষে সুপার-ফোরের ম্যাচের আগে আত্মবিশ্বাসী হয়ে ওঠে পাকিস্তান। কিন্তু আত্মবিশ্বাসী পাকিস্তানের সামনে বিধ্বংসী রূপ ধারণ করে ভারত। দুই ওপেনার শিখর ধাওয়ান ও রোহিত শর্মার জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানকে আবারো হারায় ভারত। এবার হারের ব্যবধান ৯ উইকেটে। পাকিস্তানের বিপক্ষে উইকেটের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয় টিম ইন্ডিয়ার।
ভারতের কাছে হেরে এশিয়া কাপের ফাইনাল নিয়ে চিন্তায় পড়ে গেছে পাকিস্তান। ফাইনালে খেলতে হলে সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই পাকিস্তানের। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য সহজ হবে না বলে মনে করেন দেশটির সাবেক বাঁ-হাতি কিংবদন্তী পেসার আকরাম। তিনি বলেন, ‘বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী দল। পাকিস্তানের জন্য ম্যাচটা সহজ হবে না। ছেলেদের একটা কথাই বলব। ফলের কথা না ভেবে নির্ভীক ক্রিকেট খেলো। চাপ মুক্ত হয়ে খেলতে হবে। নয়তো বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া কঠিন হয়ে যাবে।’
চলতি এশিয়া কাপে এ পর্যন্ত দলের পারফরম্যান্সে বেশ হতাশ আকরাম। দলের চিত্র ভালো লাগছে না তার। তাই এই দলকে ভীতসন্ত্রস্ত মনে হচ্ছে আকরামের কাছে, ‘পাকিস্তানের খেলোয়াড়দের দেখে মনে হচ্ছে, তারা ভয়ে ভয়ে খেলছে। মাঠে তাদের মুখ দেখে হতাশ মনে হচ্ছে। ব্যাটসম্যানেরা যখন ব্যাট করতে নামছে তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে, তারা ঘাবড়ে আছে। বর্তমানে যেভাবে খেলছে দল। তা মোটেও ভালো লক্ষণ নয়।’
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অনেকেই এই পাকিস্তান দলে আছেন। তারপরও দলের এই করুণ হাল কেন? এমন প্রশ্নের জবাবে আকরাম বলেন, ‘ছেলেদের মধ্যে দক্ষতার অভাব নেই। কিন্তু ওদের শরীরী ভাষা ভালো নয়। ভিতু-ভিতু ও ঘাবড়ানো মনে হচ্ছে। তাদের দেখে মনে হচ্ছে প্রচণ্ড চাপের মধ্যে আছে তারা। আম্পায়ারের আউটের সিদ্ধান্তের পরও ব্যাটসম্যান রিভিউ নিচ্ছে না। নন-স্ট্রাইকের ব্যাটসম্যানও কিছু বলছে না। এসব বলে দিচ্ছে, দলটা প্রচণ্ড চাপের মধ্যে আছে।’
ভারতের কাছে পরপর দু’বার হেরে যাওয়ায় পাকিস্তানের চাপ আরো বেড়ে গেছে বলে মনে করেন দেশের হয়ে টেস্ট (৪১৪) ও ওয়ানডেতে (৫০২) সর্বোচ্চ উইকেট শিকার করা আকরাম। তিনি বলেন, ‘দুই ম্যাচে পাকিস্তানের পারফরম্যান্স দেখে আমি বেশ হতাশ। দল হিসেবে দারুণ খেলেছে ভারত। তবে দু’দলের মধ্যে যে এতটা পার্থক্য, সেটি আমি নিজেও বুঝতে পারিনি। এভাবে একতরফা ম্যাচ হারাটা সত্যিই হতাশাজনক। ভারতের কাছে পর পর দু’টি ম্যাচ হেরে যাওয়ায় পাকিস্তানের ওপর চাপ এখন অনেক বেশি। পরের ম্যাচে বড় ধরনের সমস্যায় পড়তে পারে পাকিস্তান।’


আরো সংবাদ



premium cement
দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত

সকল