২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


রিয়াল মাদ্রিদ-রোনালদোয় স্পটলাইট

-

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ইতিহাসের একমাত্র দল হিসেবে স্পেনের ক্লাবটি জন্ম দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগের টানা তিন মওসুমের বিরল কৃতিত্বের। ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রেস্টিজিয়াস টুর্নামেন্টে মাদ্রিদের জায়ান্টদের সাম্প্রতিক সাফল্যে অবদান রেখেছে মাঠের পারফরম্যান্সে সুপারহিট কোচ জিনেদিন জিদান ও ক্রিশ্চিয়ানো রোনালদোর কম্বিনেশন। তবে সম্পূর্ণ নতুন চ্যালেঞ্জ সামনে রেখেই ২০১৮-১৯ মওসুমের চ্যাম্পিয়ন্স লিগের সূচনায় মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। দলটির ডাগআউটে অনুপস্থিতি কিংবদন্তি কোচ জিদান।
রিয়াল মাদ্রিদের হ্যাটট্রিক শিরোপা জয়োৎসবে আক্রমণভাগের সবচেয়ে উজ্জ্বল পারফরমার ক্রিশ্চিয়ানো রোনালদো এখন জুভেন্টাসের ফুটবলার। ক্লাবটির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগের আসরে সবচেয়ে সফল কোচ জিদান ও স্ট্রাইকার রোনালদোর শূন্যতা পূরণের বাড়তি ¯œায়ুচাপে স্পেনের জায়ান্টরা। যদিও মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের নতুন রেসে শুভসূচনার মিশনেই আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। হোম ভেনু সান্তিয়াগো বার্নাবুতে জি গ্রুপের উদ্বোধনী খেলায় তাদের প্রতিপক্ষ ইতালির লড়াকু ক্লাব এএস রোমা। সাফল্যের বিরল নজির রচনায় নেতৃত্ব দেয়া জিদান-রোনালদোর অবর্তমানেও নতুন মওসুমের শিরোপা রেসের অন্যতম ফেবারিট রিয়াল মাদ্রিদ। গ্যারেথ বেল- লুকা মডরিচ ও বেনজেমার মতো তারকার উপস্থিতি নিশ্চিত করেছে ট্রফির লড়াইয়ে চ্যাম্পিয়নদের প্রতিনিধিত্ব। কিন্তু মাঠে পারফরম করার চ্যালেঞ্জে ফুটবলাররা সাফল্য পেলেই কেবল প্রত্যাশিত ফলাফলের স্বপ্নপূরণ হবে ভক্তদের।
কাকতালীয় হলেও বাস্তবতা হচ্ছে আজই জুভেন্টাসের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হচ্ছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনালদোর। স্পেন প্রত্যাবর্তনেই সূচিত হচ্ছে ইউরোপীয় ফুটবলে নতুন ক্লাবের জার্সিতে তার নতুন অধ্যায়ের। আজ এইচ গ্রুপের খেলায় স্বাগতিক ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে ইতালির চ্যাম্পিয়ন জুভেন্টাস। স্পেন প্রত্যাবর্তনে চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের জার্সিতে স্মরণীয় অভিষেকের উজ্জীবিত প্রস্তুতিও সম্পন্ন করেছেন পর্তুগালের তারকা স্ট্রাইকার। সর্বশেষ সিরি এর খেলায় সূচনা করেন জুভেন্টাসে গোল স্কোরিং ক্যারিয়ারের। একই গ্রুপের অন্য খেলায় স্বাগতিক ইয়ং বয়েজের বিপক্ষে লড়বে রেড ডেভিলস খ্যাত ম্যানইউ।
চ্যাম্পিয়ন্স লিগে জিদান-রোনালদো বিহীন প্রথম মওসুমের জম্পেশ প্রস্তুতির মিশনে ব্যর্থ রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাও সফরে ড্রতে ৩ ম্যাচেই তাদের সমাপ্তি লা লিগার নতুন আসরে শতভাগ সাফল্যের রেকর্ড। আজ হোম ভেনুতে স্থানীয় ভক্তদের আধিপত্য দলটির ফুটবলারদের জন্য বাড়তি প্লাস পয়েন্ট হবে জয়ের ধারায় প্রত্যাবর্তনে। তবে সহজে ছাড় পাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না মাদ্রিদের জায়ান্টদের। সি এ’র নতুন মওসুমে অপরাজিত এ এস রোমার মাদ্রিদ সফরে উজ্জীবিত নৈপুণ্য প্রদর্শনের টনিক হতে পারে গতবারের চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্স। স্পেন সফরে শেষ আটের প্রথম লেগে বার্সেলোনার কাছে ৪-১ গোলে হারের পরও তাদের সেমিতে ওঠার কৃতিত্ব এখনো ড্রেসিংরুমের তরতাজা স্মৃতি হিসেবে রয়ে গেছে।
আজই সূচনা হচ্ছে পেপ গার্ডিওলার অধীনে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন ম্যানসিটির তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগের। হোম ভেনুতে এফ গ্রুপের খেলায় দলটির প্রতিপক্ষ অলিম্পিক লিও। অন্য খেলায় স্বাগতিক শখতার ডনেস্ক মুখোমুখি হবে হোফেনহাইমের। জার্মানির জায়ান্ট বায়ার্ন মিউনিখও মাঠে নামছে আজ। পর্তুগাল সফরে ই গ্রুপের ফেবারিট দলটি খেলবে বেনফিকার বিপক্ষে। একই ব্লকের অন্য ম্যাচে স্বাগতিক এ কে অ্যাথেন্সের প্রতিপক্ষ অ্যাজাক্স।


আরো সংবাদ



premium cement