১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


ওরা বাংলাভাষী তাই লাল-সবুজের সমর্থক

-

চাংলিমিথাং স্টেডিয়ামে দ্বিতীয় সেমি ফাইনাল শুরুর আগেই ভুটান ফেডারেশন থেকে নিরাপত্তাকর্মীদের অবগত করা। এই ম্যাচে একসাথে বসতে পারবে না বাংলাদেশ এবং ভুটানের সমর্থকেরা। ফলে নিরাপত্তাকর্মীরা তাদের বসিয়ে দিলেন দুই পাশে। বড় ড্রাম আর বিশার পতাকা নিয়ে হাজির ভুটানিরা। অন্য দিকে বাংলাদেশ দূতাবাস থেকে নিয়ে আসা হয় দুটি বিশাল লাল-সবুজ পতাকা। দূতাবাসের কর্মকতা-কর্মচারী আর প্রবাসী মিলে ২০-২৫ জন বাংলাদেশীরা ছিলেন ভুটানিদের তুলনায় খুবই নগণ্য তারা। কিন্তু এই বাংলাদেশীদের পাল্লা ভারী করে দেন ভারতীয় বাংলাভাষীরা। কুচবিহার, শিলগুড়ির এই বাঙালিরা চলে আসেন বাংলাদেশ গ্যালারিতে। সমস্বরে তাদের আওয়াজ ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’, যা আরো অনুপ্রাণিত করছিল মনিকা. মারিয়াদের।
ভারতীয় হয়েও কেন বাংলাদেশকে সমর্থন। কুচবিহারের শফিকুল ইসলামের মতে, ‘ভাই আপনারাও বাংলা ভাষায় কথা বলেন, আমরাও। তাই আমরা বাংলাদেশের ম্যাচে আপনাদের সমর্থন করি। বাংলাদেশের মেয়েরা খেলছেও বেশ ভালো।’ শফিকুলদের শ’খানেক ভারতীয় বাংলাভাষী শ্রমিক এভাবেই ভুটানিদের সাথে পাল্লা দিয়ে সারাক্ষণ সরগরম করে রাখে গ্যালারি।

 


আরো সংবাদ



premium cement