২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ইমাম-জামানের বিশ্বরেকর্ড

ফখর জামানের অপরাজিত ডাবল সেঞ্চুরি
রেকর্ড জুটি গড়ার একটি বিশেষ মুহূর্তে ইমাম-উল-হক ও ফখর জামান : ক্রিকইনফো/ইএসপিএন -

জিম্বাবুয়েতে একের পর এক কীর্তি গড়ছেন পাকিস্তানের ক্রিকেটাররা। গতকাল চতুর্থ ওয়ানডের উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচে উদ্বোধনী জুটিতে ২৫২ বলে ৩০৪ রান যোগ করেন ইমাম-জামান। এর আগে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের মালিক ছিলেন শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও উপল থারাঙ্গা। ২০০৬ সালে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ওই দুই ওপেনার থারাঙ্গা ও জয়সুরিয়ার উদ্বোধনী জুটিতে ১৯১ বলে ২৮৬ রান করে বিশ্বরেকর্ডে করেন। ১২ বছর পর ওয়ানডেতে উদ্বোধনী জুটিতে নতুন বিশ্বরেকর্ডের জন্ম দিলেন ইমাম-জামান।
সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। ব্যাট হাতে নেমে অবলীলায় রান তুলেছেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম-জামান। ১০৬ বলে শতরান, ১৯০ বলে দ্বিশত ও ২৫০ বলে ৩০০ রানের জুটি গড়েন ইমাম-জামান। ইনিংসের ২৫২তম বলে স্কোর বোর্ডে ৩০৪ রান রেখে বিচ্ছিন্ন হন তারা। এতে ইমাম-জামান দু’জনই সেঞ্চুরি করেন। ১২২ বলে ১১৩ রান করে আউট হন ইমাম। তবে ওয়ানডেতে পাকিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে ডাবল সেঞ্চুরি তুলে নেন জামান। শেষ পর্যন্ত ২৪ চার ও ৫ ছক্কায় ১৫৬ বলে অপরাজিত ২১০ রান করেন জামান। শুধু উদ্বোধনী জুটিতেই নয়, পাকিস্তানের হয়ে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও এখন ইমাম-জামানের দখলে। পাকিস্তানের হয়ে যেকোনো উইকেটে এর আগে রেকর্ডটি ছিল আমির সোহেল ও ইনজামাম-উল হকের।
১৯৯৪ সালে শারজাহতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ২৬৩ রান করেছিলেন সোহেল-ইনজামাম জুটি। তবে গতকাল সোহেল-ইনজামামের রেকর্ড জুটিও ভাঙেন এরা।
ইমাম-জামানের ৩০৪ রানের জুটি বিশ্বরেকর্ডের তালিকায় চতুর্থ স্থানে। ওয়ানডে ক্রিকেটে জুটি বেঁধে সর্বোচ্চ রান বিশ্বরেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের পুল ‘বি’র ম্যাচে ক্যানবেরায় জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৩৭২ রান যোগ করেন গেইল-স্যামুয়েলস জুটি। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখলে রয়েছে ভারতের। ১৯৯৯ সালে হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ৩৩১ রান যোগ করেন ভারতের শচিন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়।
একই বছর ওয়ানডে বিশ্বকাপে টনটনে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় উইকেটে ৩১৮ রান যোগ করেন ভারতের সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়। এ ম্যাচে পাকিস্তান প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩৯৯ রান ১ উইকেটে। দলের অপর ব্যাটসম্যান আসিফ আলী ৫০ করে ছিলেন অপরাজিত। পরে খেলতে নেমে জিম্বাবুয়ে অল আউট হয়ে যায় ১৫৫ রানে। ৪২.৫ ওভারে ওই রান করেন তারা। ফলে এ ম্যাচে পাকিস্তান জিতে যায় ২৪৪ রানের বড় ব্যবধানে।

 


আরো সংবাদ



premium cement
দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত

সকল