২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মরক্কোর কোচ গর্বিত

-

অনেক আশা নিয়েই এবার বিশ্বকাপে এসেছিল মরক্কো। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েই আফ্রিকান দেশটি বিশ্বকাপে ভালো করার স্বপ্নে বিভোর ছিল। কিন্তু গ্রুপ পর্বেই সেই স্বপ্নের সমাধি হলো। ইরান ও পর্তুগালের বিপে দুর্দান্ত খেলেও হার। তার পরও দলের পারফরম্যান্সে খুশি মরক্কোর কোচ হার্ভে রেনার্ড।
প্রথম ম্যাচে আত্মঘাতী গোল এবং দ্বিতীয় ম্যাচে রোনালদোর দুর্দান্ত হেডে স্বপ্ন ভঙ্গ হয় মরক্কোর। কিন্তু দুই ম্যাচেই অনেক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন মরক্কোর ফুটবলাররা। দলের পারফরম্যান্সে পুরো মরক্কোর খুশি হওয়া উচিত বলে মনে করেন তিনি, ‘দলের এমন পারফরম্যান্সে আমি গর্বিত। খেলোয়াড়দের নিয়ে আমি গর্ব করি। এ দেশের সঙ্গে থাকতে পেরেও আমি গর্বিত।’
রেনার্ডই একমাত্র কোচ যিনি দু’টি ভিন্ন দেশ আইভরি কোস্ট ও জাম্বিয়ার হয়ে আফ্রিকান ন্যাশন্স কাপ জিতেছেন।


আরো সংবাদ



premium cement