২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পাতা ঝরে কিভাবে

-

তোমরা নিশ্চয়ই পাতা চেনো, তাই না? বলতে পারো পাতা কিভাবে ঝরে যায়? কেউ কেউ হয়তো জানো। তোমরা হয়তো শুনে থাকবে পাতার বোঁটায় এক সারি কোষ তৈরি হয়। এদের বলে অ্যাবসিসন লেয়ার। কোষের সারি তৈরি হয়ে যাওয়ার পর কোষের পুরনো ডাল ও পাতার বোঁটার মাঝে একটি ব্যবধান দেখা দেয়। ধরা থাকে মাঝের সামান্য অংশ দিয়ে। একটু নড়াচড়া বা দমকা বাতাসের ধাক্কায় পাতাগুলো বিচ্ছিন্ন হয়ে তলায় ঝরে পড়ে। পাতা ঝরার পরে ডালের লেগে থাকা জায়গায় এক সারি কর্ক কোষ তৈরি হয় আর পাতার দাগটা যায় ঢেকে।
চিরহরিৎ গাছ অর্থাৎ সারা বছর যে গাছের পাতা থাকে সে গাছ পাতা ঝরায় কিভাবে? ভাগে ভাগে পাতা ঝরায়। গাছের নতুন পাতা আসে বসন্তকালে। এ সময় পুরনো পাতা ঝরে যায়।


আরো সংবাদ



premium cement