০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


প্রি য় জ ন প ঙ ক্তি মা লা

-

অভিমানী প্রিয়া

অভিমানী প্রিয়া কেমন আছো তুমি?
কেমন চলছে তোমার স্বপ্নময় সুখের সংসার;
তোমার হৃৎপিণ্ডজুড়ে এখন কার বিচরণ?
বর্ষা রাতে, এখনো কি তোমার দু’চোখজুড়ে
কান্না পরীর বাড়ি সাজাও?
বড্ড বেশি অভিমান করো বুঝি এখনো!
উদাস দুপুরে, বেসুর গলায় এখন কে গান শোনায়?
পোয়াতি রোদের আলোয়, কার মেসেজে ঘুম ভাঙে তোমার;
একমুঠো সুখ খুঁজতে কার আকাশে, ঘুড়ি ওড়াও?
তোমার আকাশেও কি বেদনার মেঘ জমে!
আচ্ছা তোমার হৃৎপিণ্ডজুড়ে, পোড়া গন্ধ কেন!
তবে কি তুমি সুখে নেই,অভিমানী প্রিয়া।
গাজীপুর

হাসান নাজমুল
সময় আলগোছে পালায়

সময়ের সঙ্গী হলেÑ
কুড়িয়ে আনতাম শৈশব
কাঁচা অনুভূতি
বুদ্ধিহীন ঘোরাফেরা
প্রচুর আনন্দ-বৈভব
কৈশোর অনুভব;
সময় আলগোছে পালায়,
বুকের পৃথিবীতে এখনো
নড়ে ওঠে গোল্লাছুট
সরল হুল্লোড়
ঝোপঝাড়ের লুকোচুরি;
এখনো বেজে ওঠে সুরেলা সঙ্গীত,
কোনো এক স্বাপ্নিক সন্ধ্যায়
শৈশবের সাথী এসে
হাতে গুঁজে দেয় রঙিন মার্বেল,
সময়ের সঙ্গী হলেÑ
ফিরে যেতাম সেই শৈশবে।
প্রিয়জন- ১৬১৬

 

ইসমত জাহান লিমা
বারুদে পোড়ানো কথা

প্রিয় তুমি দেখিওÑ
একদিন তোমার শহরে আগুন জ্বালানোর অভাব নামবে
সেদিন তোমার আশেপাশে কিছু পোড়ানোর মতো
দিয়াশলাইয়ের একটা কাঠিও থাকবে না।
তার কারণ কি জানো?
দিয়াশলাইয়ের সব কাঠির বারুদে
আমার অব্যক্ত সব কথা
আমি তোমার শহরের ত্রিমাথায় জ্বালিয়ে দেবো।
পুরনো ভিটের উইপোকাদের ঢিবিতে
হৃদয়ের জলাসিক্ত ডায়েরিটা নির্দ্বিধায় বিলিয়ে দেবো।
জানো সেদিন কি হবে?
সেদিন ধুলোভরা চোখের বারান্দায় একফোঁটা বৃষ্টি হবে
তোমার জন্য সেই একফোঁটা জলেই আমার শেষ সলিলসমাধি হবে।
তারপর?
তারপর ত্রিমাথার সেই কথা পোড়ানো ছাইয়ে
তুমি হন্যে হয়ে খুঁজবে; কী এমন লেখা ছিল তাতে।
দিনাজপুর


আরো সংবাদ



premium cement
রোহিঙ্গাদের জন্য তহবিল গঠনে নতুন অংশীদার খুঁজুন : আইওএমের উদ্দেশে প্রধানমন্ত্রী টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ অর্থনৈতিক-নিরাপত্তা-অভিবাসন অংশীদারিত্ব জোরদারে ঢাকায় যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী জনগণকে বাদ দিয়ে পাতানো উপজেলা নির্বাচন হচ্ছে : রিজভী জয়পুরহাটে আবু সালাম হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড উগান্ডার বিশ্বকাপ দলে ৪৩ বছর বয়সী ক্রিকেটার রাফায় অভিযান নিয়ে নেতানিয়াহুকে আবারো সতর্ক করলেন বাইডেন ডেঙ্গু সংক্রমণ বাড়লে হাসপাতাল খালি রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ইসরাইল ও হামাসকে যুদ্ধবিরতির জন্য ‘আরো প্রচেষ্টা চালাতে’ জাতিসঙ্ঘ প্রধানের আহ্বান পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ নিয়ে সিদ্ধান্ত ১০ জুন সখীপুরে চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চুরি

সকল