০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


বিস্ময়কর উদ্ভিদ রেডস্টেক ক্লাইম্বার

-


তোমরা কি কখনো রেডস্টেক ক্লাইম্বারের নাম শুনেছ? মজার বিষয়, তা যেন ফুল নয় আবার ফলও নয়। যারা ফুল মনে করে তারা এটিকে ‘ম্যাজিক ফুল’ বলে। আবার যারা ফল মনে করে তারা বলে ‘ম্যাজিক ফল’। তার পরও বিশেষজ্ঞরা এটিকে ফলই বলে থাকেন। কারণ, প্রথম অবস্থায় রেডস্টেক ক্লাইম্বারকে দেখতে ফলের মতোই লাগে।
এই ফল একটু বড় হলে কোনো একটি সময়ে ফেটে গিয়ে প্রায় ফুলের আকার ধারণ করে। ভেতর থেকে পাতার মতো একটি অংশ বের হয়। এই পাতা দেখতে অনেকটাই ডায়মন্ড আলুগাছের পাতার মতো।
জানা গেছে, রেডস্টেক ক্লাইম্বার লতা বা গুল্মজাতীয় গাছ। এর বাকল বা ছাল হলুদাভ বাদামি। তবে তা মসৃণ ও দেখতে বেশ সুন্দর। এর শাখা-প্রশাখা বেশ লম্বা ও সরু। পাতা ডিম্বাকার। গাঢ় সবুজ এর ওপরের পিঠ বা অংশ। এতে দৃষ্টি গেলে দু’চোখ যেন শান্তির পরশ পায়। মজার বিষয় হলো, এর ফুল উভলিঙ্গ। ফুল বেশ ছোট। রঙ সাদা। আবার হলুদও আছে। ফল ফেটে ফুল বের হয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। ফুল পরিপক্ব হলে কিছুটা হলুদ রঙ ধারণ করে। আগস্ট থেকে মার্চ-এপ্রিল পর্যন্ত এই ফুল ও ফলের মওসুম। একটু দূর থেকে দেখলে রেডস্টেক ক্লাইম্বারকে আপেলের মতো লাগে। মাঝে মধ্যে ডালিমের মতোও দেখা যায়।
রেডস্টেক ক্লাইম্বার হচ্ছে এর ইংরেজি নাম। আর উদ্ভিদতাত্ত্বিক নাম এরিথ্রোপালাম স্ক্যানডেনস (বৎুঃযৎড়ঢ়ধষঁস ংপধহফবহং)। এ ধরনের গাছ মাঝে মধ্যে বাংলাদেশেও দেখা যায়। বেশি দেখা যায় কক্সবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের বনে।


আরো সংবাদ



premium cement