০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


সংক্ষিপ্ত সংবাদ

-

পূজায় মেঘের পোশাক
ফ্যাশন হাউজ মেঘ দুর্গাপূজা উপলক্ষে এনেছে ছেলেদের পাঞ্জাবি, টি-শার্ট, মেয়েদের কামিজ, শিশুদের ফতুয়া, ফ্রক ও টি-শার্ট। আরামদায়ক কাপড়ে উজ্জ্বল রঙে এসব পোশাকের নকশায় ফুটিয়ে তোলা হয়েছে উৎসবের আমেজ। মেঘের বিক্রয়কেন্দ্র আছেÑ ঢাকার শাহবাগের আজিজ সুপার মর্কেট, ধানমন্ডির মেট্রো শপিংমল, মিরপুর শপিং সেন্টার ও মৌচাকের সেন্টার পয়েন্টে। মোবাইল : ০১৬১১৬৩৪৪২৩।
রঙ বাংলাদেশের শারদ সংগ্রহ
বাংলার সময়কে রাঙাতেই সদাপ্রস্তুত রঙ বাংলাদেশ। তাই রঙ বাংলাদেশ বাঙালিকে নানা পার্বণ আর উৎসবে ফ্যাশনেবল করে তুলছে। আর প্রতিবারের মতো রঙ বাংলাদেশের শারদ সংগ্রহ অন্য সবার চেয়ে আলাদা। এবারও এই সংগ্রহ দারুণ সমৃদ্ধ। কেবল বড়দের নয়, প্রতিটি উপলক্ষে ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে থাকে বলেই শিশুদের সংগ্রহও হয় বিশেষভাবে আকর্ষণীয়। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিনপ্রিন্ট, ব্লক প্রিন্ট, কারচুপি, হ্যান্ড এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি প্যাচওয়ার্ক, এপলিক ইত্যাদি। হেল্পলাইন- ০১৭৭৭৭৪৪৩৪৪
নিপুণের শারদ সংগ্রহ
ক্রেতাদের স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে নিপুণের দুর্গাপূজার প্রোডাক্ট লাইনে ফেব্রিক্স হিসেবে প্রাধান্য পেয়েছে সুতি, লিনেন, জয়সিল্ক ও তাঁত কটন। বিভিন্ন মোটিফের সংমিশ্রণে তৈরি করা হয়েছে এই সংগ্রহ। দুর্গাপুজার আয়োজনে পোশাকে থাকছে শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি, সিঙ্গেল পিস, ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবি, শার্ট ও ফতুয়া। আর এই দুর্গাপূজায় শিশুদের পোশাকে ‘নিপুণ’ সেজেছে ভিন্ন সাজে। শিশুদের পোশাকও থাকবে ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে।
গ্রামীণ ইউনিক্লোর পূজায় কালেকশন
উৎসবের আনন্দকে আরো বাড়িয়ে দিতে গ্রামীণ ইউনিক্লো সব স্টোরে নিয়ে এসেছে পূজা কালেকশন। এই কালেকশনের মধ্যে মেয়েদের জন্য রয়েছে আকর্ষণীয় নতুন ডিজাইনের সব কামিজ, টপস, টিউনিক, রিবন টাই শার্ট, লেগিংস ও পালাজ্জোসহ পেনসিল প্যান্টস এবং ছেলেদের জন্য রয়েছে ডিজাইন শার্ট, পলো শার্ট, টি-শার্ট, ট্যাংক টপস, বক্সার ব্রিফস-সহ বিভিন্ন রঙের চিনো প্যান্টস। ছেলেদের এসব আইটেম পাওয়া যাবে ৩৯০ থেকে এক হাজার ৯৯০ টাকার মধ্যে এবং মেয়েদের আইটেম পাওয়া যাবে ৩৯০ থেকে দুই হাজার ৬৯০ টাকার মধ্যে। এ ছাড়াও পূজা উপলক্ষে গ্রামীণ ইউনিক্লোর সব স্টোরে বিভিন্ন পোশাকে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। আরো জানতে ভিজিট করুন : িি.িমৎধসববহঁহরয়ষড়.পড়স


আরো সংবাদ



premium cement
ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচন স্থগিত গাছ কাটা ও লাগানো বিষয়ে নীতিমালা প্রণয়ন প্রশ্নে হাইকোর্টের রুল ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ দিলো পুতিন আমলাদের সন্তানের জন‌্য আলাদা বিশ্ববিদ‌্যালয়ের চিন্তা সরকারের নেই চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে বাসচালকের মৃত্যু প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস জামালপুরে ট্রাক উল্টে চালক নিহত ভালুকায় রাইদা কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ কক্সবাজারের পাহাড়ি ছরায় গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু কাঁঠালিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে অব্যাহতি রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সকল