২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

অদম্য হজযাত্রী আবদুল বারেক

হজযাত্রী আবদুল বারেক ও তার স্ত্রী-পুত্র - ছবি : নয়া দিগন্ত

বার্ধক্যজনিত অসুস্থতায় ঠিকমতো দাঁড়াতেও পারছেন না আবদুল বারেক। বসা অবস্থা থেকে দাঁড়ালে পুরো শরীরই তার কাঁপে। মাথা ঝিমঝিম করে, চোখে ঝাঁপসা দেখেন। তবু এই অসুস্থ শরীর নিয়েই এবার হজ করতে যাচ্ছেন টাঙ্গাইলের আব্দুল বারেক। শরীর ঠিক মতো না চললেও আল্লাহর মেহমান হওয়ার অদম্য ইচ্ছাই তাকে নিচ্ছে কাবার পথে। সঙ্গী হিসেবে আছেন স্ত্রী হাজেরা খাতুন ও ছেলে হাফিজুল ইসলাম। শনিবার সন্ধ্যা সোয়া সাতটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজ্জে যাচ্ছেন তারা তিন জন।

শনিবার দুপুরে আশকোনা হজ ক্যাম্পে এই প্রতিবেদকের সাথে কথা হয় হজযাত্রী আবদুল বারেকের। ৭২ বছর বয়সী এই বৃদ্ধ জানালেন কেন তিনি অসুস্থ শরীর নিয়েই এবার হজ্জে যাচ্ছেন। আবদুল বারেক বলেন, একমাস আগেও আমি এমন অসুস্থ ছিলাম না। চার-পাঁচ মাস আগে যখন হজের প্রাক নিবন্ধন করি তখন অনেকটাই সুস্থ ছিলাম ; কিন্তু গত প্রায় মাস খানেক ধরেই শরীরটা বেশ দুর্বল হয়ে পড়েছে।

তিনি বলেন, নিয়্ত যখন করেছি তখন আর দেরি করতে মন চাইছে না। বলা তো যায় না, আগামী বছর বাঁচি না মরি।

বাবার সাথে হজ্জে যাচ্ছেন আবদুল বারেকের ছেলে হাফিজুল ইসলাম। এ বছর ঢাকা কলেজ থেকে এমএ পরীক্ষা দিয়েছেন তিনি। হাফিজুল বলেন, তার বাবা সারা জীবন কৃষি কাজে ব্যস্ত ছিলেন। ভাইবোনদের লেখাপড়া করার খরচ কৃষি থেকেই যোগান দিয়েছেন। দু’বছর আগে কয়েক শতাংশ জমি বিক্রি করে হজের জন্য টাকাও জমিয়েছেন।

হাফিজুল বলেন, শুরু থেকেই তার বাবার ইচ্ছা ছিল স্ত্রীকে নিয়েই হজ করবেন; কিন্তু শেষ পর্যন্ত অসুস্থ হয়ে পড়াতে তাকেও সঙ্গে যেতে হচ্ছে। তিন জনের জন্য হজের খরচ বাবদ ব্যয় হচ্ছে আট লাখেরও কিছু বেশি টাকা। সব টাকা তার জমি বিক্রি থেকেই এসেছে।

হাফিজুল ইসলাম এই প্রতিবেদককে জানালেন, হজ্জের আনুষ্ঠানিকতা অনেক কষ্টের হয়। বাবা ঠিকমতো হাঁটতেও পারেন না। এছাড়া আমার মায়েরও বয়স হয়েছে। একা একা হাঁটাচলা করতে পারলেও আমার মাও হজে ভিড়ের মধ্যে সব কাজ নিজে নিজে একা  করার সাহস পাচ্ছেন না। তাই আমিও মা-বাবার সাথে যাচ্ছি। এতে প্রথমত আমার বৃদ্ধ বাবা মা অনেকটাই সাহস পাচ্ছেন আর দ্বিতীয়ত আমার হজটাও হয়ে গেল।

শনিবার সন্ধা সোয়া সাতটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা তিনজনেই সরাসরি মক্কা যাচ্ছেন বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement
যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু হিলিতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ ‘গাজার ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ১৪ বছর লাগতে পারে’ সখীপুরে ছাগল চুরির মামলায় মা-ছেলে কারাগারে ‘অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না’ রাজশাহীতে হলে ঢুকতে না দেয়ায় রাস্তায় বিসিএস পরীক্ষার্থীর কান্না

সকল