০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষা

রংপুর বিভাগে প্রথম দিনে ঝরে গেলো ৫৪১ জন

-

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় এসএসসি পরীক্ষার প্রথমদিনে ৫৪১ জন শিক্ষার্থী ঝরে গেছে। যা গতবছরের চেয়ে ২০ জন বেশি। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ থেকে এই তথ্য পাওয়া গেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো: মানিক হোসেন জানান, এসএসসি পরীক্ষার প্রথম দিনে শনিবার বাংলা পরীক্ষাতে ৫৪১ জন শিক্ষার্থী উপস্থিত হয়নি। এর মধ্যে রংপুর ও কুড়িগ্রামে ৮০ জন করে, গাইবান্ধায় ৭৬ জন, নীলফামারীতে ৬৬ জন, লালমনিরহাটে ৩৭ জন, দিনাজপুরে ৯১ জন, ঠাকুরগাঁওয়ে ৭৮ জন এবং পঞ্চগড়ে ৩৭ জন। গত বছর এই সংখ্যা ছিল ৫২১ জন। যা এবার ২০ জন বেশি।

এবার এই বোর্ডের অধীনে বিভাগের ২৬৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১৬ লাখ ৭৩ হাজার ৪৩ জন। এরমধ্যে মোট ১৬ লাখ ৬৮ হাজার ২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। অনুপস্থিতির হার শতকরা দশমিক ৩২ ভাগ। এছাড়াও এবার প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে একজন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে।


আরো সংবাদ



premium cement