২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

নৌকা মার্কার প্রার্থীর দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ

-

নৌকার প্রার্থী দিতে হবে এই দাবিতে নীলফামারীর সৈয়দপুর উপজেলা, পৌর আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয় হতে ওই মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্ত্বরে সমাবেশে মিলিত হয়।

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানায়, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। এ আসনে বর্তমান সাংসদ শওকত চৌধুরী ও এরশাদ ভাগ্নে আহসান আদেলুর রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা দুজনেই জাতীয় পার্টির প্রার্থী।

আওয়ামী লীগ সুত্র জানায়, নীলফামারী-৪ আসনটি আওয়ামী লীগের ঘাটি। এখানে জাতীয় পার্টি থেকে প্রার্থী দেওয়া হলে পরাজয়ে অবধারিত হবে। ২০০৮ সালের সংসদ নির্বাচনে মহাজোটগতভাবে ভোট হলেও এ আসনটি উন্মুক্ত রাখা হয়। তখন এখানে আওয়ামী লীগের কর্ণেল (অবঃ) এএ মারুফ সাকলান নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শওকত চৌধুরী।

বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতারা জানান নৌকা মার্কার প্রার্থী দিতেই হবে। এ আসনে ৪জন প্রার্থী গত ২৮ নভেম্বর আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদের ১জনের হাতে নৌকা মার্কা তুলে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়।

বিক্ষোভ মিছিল শেষে মদিনা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলার সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী আখতার হোসেন বাদল, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ মন্ডল, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সৈয়দপুর উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান আজমল হোসেন। এর আগে গত ২৭ নভেম্বর পড়নে কাফন পড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।


আরো সংবাদ



premium cement