২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

রংপুর দ্বিতীয় তিস্তা সেতুর উদ্বোধন কাল

-

কাল রোববার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে বহুল প্রত্যাশিত রংপুর মেট্রেপলিটন পুলিশ-আপিএমপি এবং মহিপুরে দ্বিতীয় তিস্তা সড়ক সেতু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে সকাল সাড়ে ১০ টায় আরপিএমপি এবং সাড়ে ১১ টায় দ্বিতীয় তিস্তা সড়ক সেতু উদ্বোধন করবেন। ইতোমধ্যেই এই দুটি প্রকল্প উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিস্ট কর্তৃপক্ষ। এদিকে দ্বিতীয় তিস্তা সড়ক সেতু উদ্বোধনের আগেই উত্তরপ্রান্তের লালমনিরহাট অংশের ভঙ্গুর ৫ কিলোমিটার সংযোগ সড়কের একটি ব্রীজ তিস্তার পানির তোড়ে ভেঙ্গে যাওয়ায় সেতুটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নৌকা দিয়ে পারাপার হচ্ছে মানুষ।

রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মাদ জয়নুল বারী নয়া দিগন্তকে জানান, গত বৃহস্পতিবার সন্ধায় প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত চিঠি আমরা পেয়েছি। সেই চিঠি অনুযায়ী ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং সাড়ে ১১ টায় দ্বিতীয় তিস্তা সড়ক সেতু উদ্বোধন করবেন। ইতোমধ্যেই আমরা উদ্বোধনের সকল কার্যক্রম সম্পন্ন করেছি।


আরো সংবাদ



premium cement