২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বিরামপুরে ঘর পেল ১২০টি পরিবার

-

আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় দিনাজপুরের বিরামপুরে সরকারীভাবে ‘জমি আছে ঘর নাই’ এমন ১২০টি পরিবারকে ঘরের বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১০ টায় ‘যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ প্রকল্পের উপকারভোগীদের সাথে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তাদের হাতে প্রতীকী ঘর তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আযম। আরো বক্তব্য রাখেন, বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, থানা অফিসার ইনচার্জ আব্দুস সবুর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজু প্রমূখ।

এসময় উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ইউপি চেয়ারম্যানগণ ও পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ। এতে প্রাথমিক বাছাইয়ে পৌরসভার ৫৭ জন ও সাত ইউনিয়নের ৬৩ জনের মাঝে ঘর বরাদ্দ দেওয়া হয়।


আরো সংবাদ



premium cement