২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

স্মরণ : পিইসিতে ইংরেজি প্রশ্ন

-

পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা ইংরেজি ব্যাকরণ পড়ে না যথেষ্ট। প্রতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (প্রা.শি.স.প.) বা পিইসি গ্রহণ করা হয়। এ পরীক্ষায় 2 এবং 6 নং প্রশ্নে True, false থাকে। নম্বর 6+6=12 এবং 9 নং প্রশ্নে WH Questions এবং 12 নং প্রশ্নে rearrange থাকে। নম্বর 10=10=20 এবং 5, 11 এবং 13 নং প্রশ্নে শূন্যস্থান পূরণ থাকে, নম্বর ১৫। সুতরাং একই রকম দুই, তিন ধরনের প্রশ্ন। seen I unseen উদ্দীপক থেকে ও এবং ৭ নং সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া হয়। ১০ নং প্রশ্নে instruction দিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া হয়। এতে মোট নম্বর ১২+১০+৬ = ২৪। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া হচ্ছে তিনবার। একই ধরনের প্রশ্ন দুই-তিনবার দেয়া ছাড়া ইংরেজি ব্যাকরণ এবং অনুবাদ থেকে প্রশ্নই থাকে না। আমরা যখন ছাত্র ছিলাম তখন এই ব্যাকরণ এবং ইংরেজি থেকে বাংলায় অনুবাদ ও বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ পড়তে হতো। Tense থেকে বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ পড়তেই হতো। ‘চিরন্তন সত্য’ বাক্যগুলোর ইংরেজি বলতে হতো। এখন এসব নেই। জিপিএ ৫ এবং গোল্ডেনের জন্য পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে, তার বাইরে কেউ পড়তে চায় না। একই ধরনের দুই তিন রকম প্রশ্ন না দিয়ে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। প্রশ্ন পরিবর্তনের জন্য প্রস্তাব হলো (1) unseen-এর ৬ নং true I false প্রশ্নটির পরিবর্তে ছয়টি ইংরেজি বাক্যের বাংলায় অনুবাদ দেয়া যেতে পারে। ইংরেজি বাক্যগুলো unseen-এর ছয়টি বাক্য হতে পারে। এ নিয়ম করা হলে unseen-এর সংক্ষিপ্ত প্রশ্নের পরিবর্তে ৬ নম্বরের ছয়টি বাংলা বাক্যের ইংরেজিতে অনুবাদ দেয়া যেতে পারে। বাক্যগুলো চিরন্তন সত্য এবং Tense থেকে নেয়া যেতে পারে। এতে বাংলা বাক্যের ইংরেজি অনুবাদ শেখা যাবে। এ জন্য English grammer শিখতে হবে। এখন শুধু rearrange দেয়া হয়। (৩) ১৩ নং প্রশ্নে যে Fill up the Form আছে, তার বদলে Parts of speech, sentence এবং Tense থেকে প্রশ্ন করা যেতে পারে। এতে ছাত্রছাত্রীরা English grammer পড়বে। এ জন্য সিলেবাস পরিবর্তনের প্রয়োজন হবে না। শুধু প্রাথমিক বিদ্যালয়গুলোকে এ বিষয়ে জানিয়ে দিলেই হবে।
মোশাররফ হোসেন, একজন অভিভাবক
এরুলিয়া, বগুড়া


আরো সংবাদ



premium cement