২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

দৃষ্টিপাত : পুরনো পেনশনারকে আর্থিক সুবিধা প্রদান

-

বিলম্বে হলেও সরকার একবারে যাবতীয় আর্থিক অধিকার যেসব সাবেক সরকারি কর্মচারী বিক্রয় করে এখন মূল্যস্ফীতির মুখে দাঁড়িয়ে, রোগ-শোকের বৃদ্ধ বয়সে হাপিত্যেশ করছেন, তাদের পেনশনে ফিরিয়ে আনার মতো মহৎ কাজ সম্পন্ন করেছে। আমরা শতভাগ সমর্পণ না করা, আনুমানিক সাত লাখ পুরনো পেনশনারের পক্ষ থেকে এ পদক্ষেপকে ধন্যবাদ জানাই। পাশাপাশি, নিম্ন বেতনভোগী পুরনো বিপুল পেনশনারের পক্ষে জানাই, যারা সরকারি তহবিলে পদ ও স্কেল মোতাবেক কষ্টার্জিত অর্থ (যা চিরদিনের মতো অফেরতযোগ্য) জমা রেখে এবং পেনশন প্রাপ্তির আশায় সস্তায় জমি কেনা ও ভালো ঘরবাড়ি বানানোর সুযোগ এবং সঞ্চয়পত্রের মুনাফা অর্জনে বঞ্চিত হয়ে অর্থাভাবে সঙ্কটে আছেন, তারা প্রায় মুমূর্ষু অবস্থায় জীবন পার করছেন। উদাহরণ হিসেবে বলা যায়, ২০০১ সালের ৩ অক্টোবর সরকারের তহবিলে নির্দিষ্ট অঙ্কের অর্থ জমা রাখার বিনিময়ে অবসরে যাওয়া, বাগেরহাট সদর উপজেলাধীন কোধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ গোলাম নবী মেডিক্যাল ভাতা দুই হাজার ৫০০ টাকাসহ মোট সাত হাজার ৬৭৭ টাকা মাসিক হারে এখন উত্তোলন করছেন। এমতাবস্থায় পেনশন পেতে অর্থ সরকারকে দিয়ে আসায় তিনি সস্তায় জমি ক্রয়, ভালো ঘরবাড়ি বানানো এবং সঞ্চয়পত্রের মুনাফা অর্জনের সুযোগ বঞ্চিত হয়ে দুর্ভোগ পোহাচ্ছেন একজন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সরকারি শিক্ষকের পক্ষে রোগ-শোকের এই বয়সে এই অর্থে বাকি জীবন কিভাবে চলছে, তা সহজেই অনুমেয়।
নতুন পেনশনারদের সাথে ওই সরকারি তহবিলে অর্থ জমাদানকারী নি¤œ বেতনের আনুমানিক সাত লাখ পেনশনারের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন নিয়ম প্রবর্তনের মাধ্যমে আর্থিক সুবিধা প্রদান করা প্রয়োজন। পুরনো পেনশনারদের সপক্ষে পদ ও স্কেল মোতাবেক একটা যৌক্তিক আর্থিক ব্যবধান বজায় রাখার জন্য নিবেদন জানাই। আশা করি, আমাদের এই বহুসংখ্যক, পুরনো পেনশনানের বিষয়টি বিবেচনায় নিলে নতুন শতভাগ সমর্পণকারী পেনশনারদের মতো, পুরনো পেনশনভোগীদের জন্য পূর্ণ পেনশন বাবদ এত অর্থের প্রয়োজন হবে না, শুধু অভাবের বাজারে জমা রাখা অর্থের বিনিময়ে পুরনো পেনশনারদের পক্ষে মানবিক কারণে মাথাপ্রতি পদ ও স্কেল মোতাবেক যৌক্তিক অর্থ বরাদ্দ দিলে আর্থিক হিসাবে সরকারের তেমন ক্ষতি হবেই না। বরং সামান্য আর্থিক মঞ্জুরিতে সক্ষম হলে অল্পসংখ্যক নতুন পেনশনারসহ আনুমানিক আরো সাত লাখ পুরনো পেনশনারের অনেক দোয়া ও আশীর্বাদে ধন্য হবে কল্যাণমুখী সরকার। এ ব্যাপারে আমলাতান্ত্রিক বাধা উপেক্ষা করে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নিলে সরকারের ভাবমর্যাদা ও সাফল্য বৃদ্ধি পাবে।
সরকারি তহবিলে অর্থ জমাদানকারী পুরানো পেনশনারদের পক্ষেÑ

নির্মল কান্তি সোম
গোপালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়
বাগেরহাট


আরো সংবাদ



premium cement