০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


যত বড় জয় তত বেশি শঙ্কা আছে : নাসিম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম - সংগৃহীত

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে আত্মহারা না হওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যত বড় জয়, তত বড় শঙ্কা আছে। ’৭৫-এর আগেও আমাদের অনেক বড় বিজয় এসেছিল। এরপরই আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভা ও চলমান রাজনীতি নিয়ে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন কৃষক লীগ নেতা এম এ করিম, আবু তৌহিদ প্রমুখ।

মোহাম্মদ নাসিম বলেন, এবারো আমাদের বড় বিজয় হয়েছে। তবে এতে বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই। ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এদের সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে।

সৈয়দ আশরাফুল ইসলাম প্রসঙ্গে নাসিম বলেন, সৈয়দ আশরাফ ছিলেন আমার ছোটভাইয়ের মতো। তার সাথে আমাদের সম্পর্ক ছিল পারিবারিক। ওয়ান-ইলেভেনে সৈয়দ আরশাফ সাহসী ভূমিকা পালন করেছেন। ওই দুঃসময়ে সাহসী ভূমিকা পালন করে তিনি আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আর কোনো দিন এ দেশে সাম্প্রদায়িক শক্তি ও মৌলবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না। একাদশ সংসদ নির্বাচন প্রমাণ করেছে যে প্রতিবারই এ দেশের সরকার হবে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার।


আরো সংবাদ



premium cement