০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


এবার আমরা খুব কনফিডেন্ট : ওবায়দুল কাদের

ফাইল ছবি -

আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপের প্রয়োজন নেই বলে জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার দলীয় সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, আন্দোলন নাকি নির্বাচন চায়, সেটা নিজেরাই জানে না বিএনপি। আগামী জাতীয় নির্বাচনে সহিংসতার চক্রান্ত হতে পারে। এবার ষড়যন্ত্রকারীদের শক্ত হাতে দমন করা হবে।

এ ছাড়া আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ বর্ধিত সভায় আগামী নির্বাচন সামনে রেখে করণীয় ঠিক করা হবে বলেও জানান কাদের।

আওয়ামী লীগ নেতা আরো বলেন, ‘এখন সংলাপ চায়। এখন সংলাপের কোনো প্রয়োজন নাই।… তবে এবার আমরা খুব কনফিডেন্ট। এবার আর গতবারের মতো জ্বালাও-পোড়াও করে পার পাবে না। আবারও বলছি, কেউ যদি ২০০১ সালের রঙিন খোয়াব দেখতে চান, সেই রঙিন খোয়াব আর সফল হবে না।’


আরো সংবাদ



premium cement