০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


সংসদে গেলেন এমপি মাশরাফি

সংসদে গেলেন এমপি মাশরাফি - সংগৃহীত

সংসদে যোগ দিয়েছেন নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ দিন বিকেলে পাঁচটায় সংসদে যোগ দেন তিনি। এর আগে সাড়ে ৪টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এরপর ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়, কিন্তু সেসময় বিপিএলের কারণে ব্যস্ত থাকায় আজই প্রথমবারের মতো সংসদ অধিবেশনে যোগ দেন মাশরাফি।

মঙ্গলবার সংসদে যোগ দিলেও মাশরাফির বুধবার বিপিএলে একটি ম্যাচ রয়েছে তার। শিরোপার স্বপ্ন টিকিয়ে রাখতে হলে ঢাকার বিপক্ষে বুধবার জিততেই হবে মাশরাফির রংপুরকে। ক্রিকেটে মাঠের জটিল সব সমীকরণ মাথায় নিয়েই মঙ্গলবার প্রথমবারের মতো সংসদে গেলেন মাশরাফি। বিপিএল শেষেই মাশরাফির ব্যস্ততা কমছে না। আগামী ৯ ফেব্রুয়ারি তিন ম্যাচের ওয়ানডে খেলতে মাশরাফি নিউজিল্যান্ড সফরে যাবেন।

ক্রিকেটের ২২ গজে তুখোড় অধিনায়ক রাজনীতির ময়দানে নবীন। রাজনীতিতে জড়ালেও মাশরাফি আগামী বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেট নিয়েই থাকতে চান। বাকি কয়দিন ক্রিকেটে সময় দেওয়ার পর সুযোগ থাকলেই কেবল রাজনীতির বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত হবেন। গত রোববার মাশরাফি বলেছিলেন, সব সময়ইতো বলি ক্রিকেট নিয়ে থাকবো। আপাতত এটাই আমার কাজ। সংসদ শুরু হয়েছে। নিউজিল্যান্ড যাওয়ার আগে যে কয়দিন সুযোগ পাবো অধিবেশনে যোগ দিবো। রাজনীতি কেবল শুরু করেছি। ধীরে ধীরে এসে অভ্যস্ত হয়ে উঠবো।’


আরো সংবাদ



premium cement
হিলি বন্দর দিয়ে ১৪ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর : মন্ত্রী রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসি’র সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী টর্চার সেলে শিশু-বৃদ্ধদের পেটাতেন মিল্টন : হারুন গাজা ত্যাগ করবে না ইউএনআরডব্লিউএ শৈলকুপায় সাংবাদিক মফিজুলের ওপর হামলা : প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন বিএনপির ভাবনায় ক্লান্ত ওবায়দুল কাদের : রিজভী অনলাইন জুয়ায় ২০ লাখ টাকা হেরে যুবকের আত্মহত্যা আল-জাজিরার অফিসে ইসরাইলি পুলিশের হানা মালয়েশিয়ায় কাল বৃহত্তম আন্তর্জাতিক ধর্মীয় সম্মেলন রাস্তা প্রশস্ত করতে কাটা হবে ৮৫৬টি গাছ

সকল