০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


তুর্কি সমর্থিত বিদ্রোহীদের দখলে ইদলিবের শহর

-

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবের নেরাব শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তুর্কি সমর্থিত বিদ্রোহীরা। সোমবার সামগ্রিকভাবে সরকারি বাহিনী এ বিদ্রোহী ঘাঁটির দক্ষিণে দ্রুত অগ্রসর হলেও দক্ষিণপূর্বে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের কাছে এম৪ মহাসড়ক বরাবর নেরাব শহরের নিয়ন্ত্রণ হারায়।
সোমবার তুরস্কের হামলায় সরকারি বাহিনীর ৯ যোদ্ধা নিহত হয়েছে। সেখানে যুদ্ধরত সরকারি বাহিনীর অগ্রযাত্রা এড়াতে আঙ্কারা সমর্থিত বিদ্রোহীরা লড়াই করছে। এক পর্যবেক্ষক এ কথা জানান। সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের সর্বশেষ প্রধান ঘাঁটি ইদলিবের আবারো দখল নিতে ডিসেম্বর থেকে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। সেখানে এ সহিংসতায় প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
মানবাধিকারবিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার ওই পর্যবেক্ষক জানান, বিদ্রোহী নিয়ন্ত্রিত এ ঘাঁটির বিভিন্ন স্থানে সোমবার প্রচণ্ড লড়াইয়ে উভয় পক্ষের প্রায় এক শ’ যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে সরকারপন্থী ৪১ যোদ্ধা, ৫৩ বিদ্রোহী ও মিত্র বিদ্রোহী রয়েছে।
সোমবার সামগ্রিকভাবে সরকারি বাহিনী এ বিদ্রোহী ঘাঁটির দক্ষিণে দ্রুত অগ্রসর হলেও দক্ষিণপূর্বে তুর্কি সমর্থিত বিদ্রোহীদের কাছে এম৪ মহাসড়ক বরাবর নেরাব শহরের নিয়ন্ত্রণ হারায়। ব্রিটেন-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা জানায়, ওই এলাকায় তুরস্কের গোলা বর্ষণে নেরাবের কাছে সরকারি চার যোদ্ধা নিহত হয়। অপর পাঁচ যোদ্ধা এর আগে সরাকেব শহরের কাছে তুর্কি হামলায় প্রাণ হারায়।

 


আরো সংবাদ



premium cement