২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

নটর ডেম পুনর্নির্মাণে বিশ্বব্যাপী নকশা আহ্বান ফ্রান্সের

-

প্যারিসে আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত নটর ডেম গির্জার নতুন চূড়া নির্মাণ করতে গোটা বিশ্বের স্থপতিদের কাছ থেকে নকশা আহ্বান করতে চলেছে ফ্রান্স। ফরাসি প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপ সাংবাদিকদের বলেছেন, ‘নতুন চূড়াটি আমাদের সময়কার নির্মাণশৈলী এবং চ্যালেঞ্জের উপযোগী করে নির্মাণ করা হবে’।
প্যারিসের এ বিখ্যাত স্থাপত্য নিদর্শনের দু’টি টাওয়ারসহ বেশির ভাগ অংশই আগুন থেকে রক্ষা করতে পেরেছেন দমকল কর্মীরা। যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিই এখন ফের গড়ে তোলার কথা ভাবা হচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ক্যাথেড্রালটি আগের চেয়ে ‘আরো বেশি সুন্দর করে’ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আগামী পাঁচ বছরের মধ্যেই এ কাজ সারতে চান। যদিও বিশেষজ্ঞরা বলছেন, স্থাপনাটি ফের নির্মাণ করতে কয়েক দশক লেগে যেতে পারে। ফ্রান্সের প্রধানমন্ত্রী ফিলিপ প্রশ্ন তুলে বলেছেন, ‘ভেঙে পড়া চূড়াটি সেই ১৯ শতকের ফরাসি স্থপতি ভিয়োলে-লো-দুকের নকশা অনুযায়ীই নতুন করে তৈরি করা হবে, নাকি একেবারেই নতুন নকশায় এটি তৈরি করা ভালো হবে?’

 


আরো সংবাদ



premium cement