০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


ফিলিস্তিনিরা এখন বিশ্বের বৃহত্তম উদ্বাস্তু জাতি

আশ্রয়শিবিরে বাস করছেন ৫৯ লাখ
উদ্বাস্তুশিবিরে কয়েকজন ফিলিস্তিনি নাগরিক : এএফপি -

বিশ্বের সবচেয়ে বড় উদ্বাস্তু জাতিতে পরিণত হয়েছে ফিলিস্তিন। বিশ্বের বিভিন্ন স্থানে প্রায় ৫৯ লাখ ফিলিস্তিনি এখন উদ্বাস্তু হিসেবেই পরিচিত। ২০ জুন বিশ্ব শরণার্থী দিবসে প্যালেস্টাইন সেন্ট্রাল ব্যুারো অব স্ট্যাটিসটিকের (পিসিবিএস) এক রিপোর্টে এ কথা বলা হয়।
গত বুধবার প্রকাশিত এ রিপোর্টে আরো বলা হয়, দেশের বাইরে জর্ডান, লেবানন, সিরিয়া ও অন্যান্য শহরের ৫৮টি উদ্বাস্তু শিবিরে ফিলিস্তিনি শরণার্থীরা আশ্রয় নিয়েছে। এ ছাড়া ইসরাইল অধিকৃত পশ্চিম তীর এবং ইসরাইল পরিবেষ্টিত গাজা উপত্যকার শরণার্থী শিবিরে প্রচুর ফিলিস্তিনি উদ্বাস্তু হিসেবে বসবাস করছে।
২০১৭ সালে ইউএনআরডব্লিউর নিবন্ধনের হিসাবে জানা গেছে, মোট ফিলিস্তিনি উদ্বাস্তুর শতকরা ১৭ ভাগ থাকে পশ্চিম তীরে, অন্য দিকে ২৪.৪ শতাংশের অবস্থান গাজা উপত্যকায়। সবচেয়ে বেশি ফিলিস্তিনি উদ্বাস্তু রয়েছে জর্ডানে। সেখানে ৩৭ শতাংশ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। অন্য দিকে সিরিয়া ও লেবাননে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের হার যথাক্রমে ১০.৫ ও ৯.১ শতাংশ।
পিসিবিএস তাদের রিপোর্টে জানায়, ফিলিস্তিনিদের মধ্যে শতকরা ৪৩ শতাংশই বাস্তুচ্যুত হয়েছে। ২০১৭ সালের নিবন্ধন অনুসারে উদ্বাস্তু ফিলিস্তিনিদের মধ্যে দারিদ্র্যের হার ৩৯ শতাংশ, যেখানে উদ্বাস্তু নয় এমন ফিলিস্তিনিদের কাছে এ হার ২২.৩ শতাংশ। উদ্বাস্তু ফিলিস্তিনিদের মধ্যে বেকারত্বের হার ৩৪.৭ শতাংশ, যেখানে উদ্বাস্তু নয় এমন ফিলিস্তিনিদের মধ্যে এ হার ২২.৩ শতাংশ। উদ্বাস্তু ফিলিস্তিনিদের মধ্যে ১৫ বছরের বেশি বয়সী লোকজনের মধ্যে নিরক্ষরতার হার ৩.০%। অন্য দিকে উদ্বাস্তু নয় এমন ফিলিস্তিনিদের মধ্যে এ হার ৩.৬ শতাংশ।


আরো সংবাদ



premium cement
রোববার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন শিব্বির আহমদ রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়, ভোগান্তি যাত্রীদের গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে : ছাত্রশিবির দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে পারিবারিক দ্বন্দ্বে হত্যা, বাবা ও ভাই গ্রেফতার বন্যাবিধ্বস্ত কেনিয়া ও তানজানিয়ায় ঘূর্ণিঝড় সতর্কতা জারি রাজধানীতে লেকে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু ইসরাইলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্রেট কংগ্রেস সদস্যদের আহ্বান

সকল