০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


ঈশ্বরগঞ্জে মরাজের মা হত্যা মামলায় দণ্ড মওকুফের দাবিতে মানববন্ধন

-

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মরাজের মা (৬০) হত্যা মামলায় দুইজনের ফাঁসির আদেশ পুনরায় বিবেচনা ও দণ্ড মওকুফের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কয়েকটি ইউনিয়ন থেকে কয়েক হাজার নারী-পুরুষ ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে আসেন। পরে হারুয়া এলাকায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধন করেন।

এর আগে গত ১৯ এপ্রিল রায় প্রকাশের পরের দিনও ওই একই দাবিতে ওই এলাকায় আরেকটি মানববন্ধন হয়েছে। দু’দফা মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী মরাজের মা হত্যা মামলাটি পরিকল্পিত ও মিথ্যা নাটক বলে উল্লেখ করে মামলায় সাজাপ্রাপ্তদের দ- মওকুফের জোর দাবি জানান।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার মরাজের মা হতাকা-ের রায় হয়। মামলার দীর্ঘ শুনানি শেষে ১৬ বছর পর বিচারক এ রায় দেন। রায়ে মো: হেলিম মাস্টার (৬৪) ও আবুল কাশেম ভূঁইয়া (৬০) নামের দুই আসামিকে মৃত্যুদ-ের আদেশ দেন বিচারক।

একইসাথে ওই মামলায় আব্দুল আজিজ (৫৫) ও খোকন ভূঁইয়া (৫২) নামে দুই আসামিকে তিন বছর করে কারাদ-সহ তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ২৫ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের হেলিম ও আবুল কাশেমের সাথে নিহতের ছেলে আব্দুস সালাম ভূঁইয়ার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ ঘটনার জেরে ২০০৩ সালের ৩ নভেম্বর আসামিরা ধারালো অস্ত্র দিয়ে মরাজের মাকে (৬০) হত্যা করে। এ ঘটনায় ওই দিনই নিহতের ছেলে আব্দুস সালাম বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় ৩৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ৩১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। বিচার চলাকালে দুইজন মারা যান।


আরো সংবাদ



premium cement
ভালুকায় রাইদা কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ কক্সবাজারের পাহাড়ি ছরায় গোসল করতে নেমে ২ শিশুর মৃত্যু কাঁঠালিয়ায় ইউনিয়ন বিএনপির সভাপতিকে অব্যাহতি রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর রাফা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার আদেশে হামাসের প্রতিক্রিয়া হিলি বন্দর দিয়ে ১৪ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর : মন্ত্রী রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসি’র সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী টর্চার সেলে শিশু-বৃদ্ধদের পেটাতেন মিল্টন : হারুন গাজা ত্যাগ করবে না ইউএনআরডব্লিউএ শৈলকুপায় সাংবাদিক মফিজুলের ওপর হামলা : প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

সকল