২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ভাষাশহীদদের স্মরণে ইবিতে আলোচনা সভা

-

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ক্যাম্পাসের বাংলা মঞ্চে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সভার আয়োজন করে।
সভায় বিশ্ববিদ্যালয়ের মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত ছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক শামসুজ্জামান খান, প্রোভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি বলেন, “বিদেশী ভাষা চর্চা কখনো বাংলা ভাষা শিক্ষার অন্তরায় নয়। একুশ শতকের প্রত্যেক নাগরিককে ন্যূনতম দু’টি ভাষা জানতে হবে। প্রথমটি তার মাতৃভাষা আর অন্যটি যেকোনো ভাষা। এটি হতে পারে ইংরেজি, আরবি, জাপানি, চীনা বা যেকোনো ভাষা। তবে সর্বপ্রথম তার মাতৃভাষা সম্পর্কে দখল থাকতে হবে।”


আরো সংবাদ



premium cement