২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

রংপুরে ৩ ছিনতাইকারী গ্রেফতার

-

চাঁদা না দেয়ায় রংপুর মহানগরীর চারতলা মোড়ের বিকাশ ব্যবসায়ী রায়হানুল কবির লিটনকে কুপিয়ে জখম ও টাকা ছিনতাই করার ঘটনায় প্রধান অভিযুক্ত সুরুজসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, সাঁড়াশি অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত সুরুজ, ভিকি, রকিকে গ্রেফতার করা হয়।
এরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। এদের বিরুদ্ধে আগেও মামলা ছিল। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বুধবার সন্ধ্যায় নগরীর চারতলা মোড়ের এসটিআর ট্রেডার্স নামের বিকাশের দোকানের মালিক রায়হান কবিরের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করে স্থানীয় যুবক সুরাজ, ভিকি, রকি, রবি ও আতিক। চাঁদা না দিতে চাওয়ায় সন্ত্রাসীদের সাথে লিপনের হাতাহাতির পর সন্ত্রাসীরা তাকে হুমকি দিয়ে চলে যায়। রাত ১১টার দিকে ওই বিকাশ ব্যবসায়ী মর্ডান মোড়ে যাওয়ার পথে পিডিবির সামনে ওই সন্ত্রাসীরা তার পথ রোধ করে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় সন্ত্রাসীরা তার কাছে থাকা বিকাশের ১ লাখ ৮৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয় ব্যবসায়ীরা।

 


আরো সংবাদ



premium cement