০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


বড়াইগ্রামে মহিলা বিশ্ব ইজতেমা শুরু

-

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি ১৪তম মহিলা বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইজতেমার আয়োজক আলহাজ শের আলী শেখ জানান, প্রথম দিন সকাল ৯টায় আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। এরপর ঢাকার মাওলানা মাহমুদুল হাসান শাহীন প্রধান আলোচক হিসেবে বয়ান করবেন। দ্বিতীয় দিন পাবনার মাওলানা আমজাদ হোসেন জিহাদী এবং শেষ দিন নাটোরের মাওলানা রুহুল আমিন জিহাদী প্রধান আলোচক হিসেবে ইজতেমায় আগত নারীদের উদ্দেশে বয়ান করবেন।
এ ছাড়া তিন দিনই তাদের পাশাপাশি ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন এলাকার বক্তারা আলোচনা রাখবেন। শেষ দিন বিকেলে আখেরি মুনাজাতের মধ্য দিয়ে ইজতেমা সমাপ্ত হবে। দূরাগত মহিলাদের জন্য কলেজের মহিলা হোস্টেলে নিরাপদ পরিবেশে রাত্রীযাপন ও খাওয়ার ব্যবস্থা করা হবে। সমাপনী দিনে ভারতসহ দেশের বিভিন্ন জেলা থেকে অর্ধলক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজক কর্তৃপক্ষ।
বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, বিগত বছরগুলোর মতো এবারো ইজতেমার নিরাপত্তা বিধানে পুরুষসহ পর্যাপ্ত মহিলা পুলিশ মোতায়েন থাকবে।


আরো সংবাদ



premium cement