২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
বগুড়ায় ব্র্যাকের ডায়ালগ

সহিংতা প্রতিরোধে সবাইকে এক সাথে কাজ করতে হবে

-

গতকাল বৃহস্পতিবার বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে ব্র্যাক আয়োজিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পুরুষের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক অ্যাডভোকেসি ডায়ালগে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মাদ বলেছেন, যেকোনো ধরনের সহিংতা প্রতিরোধে সবাইকে এক সাথে কাজ করতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করলে সমাজে পরিবর্তন আনা সম্ভব। তিনি বলেন, সমাজে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়। তাই সবাইকে আগে নিজ পরিবার থেকে সমতাভিত্তিক সমাজ গঠনে এগিয়ে আসতে হবে। ছেলেমেয়ে সবাই সমান। তাই দু’জনকেই সমানভাবে দেখতে হবে। তিনি বাল্য বিবাহরোধে অগ্রণী ভূমিকা পালনের জন্য ব্র্যাকের প্রশংসা করেন। ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির (জিজেডি) আওতায় সভাপ্রধান ব্র্যাকের বগুড়া জেলা সমন্বয়কারী বাবলী সুরাইয়ার সভাপতিত্বে ডায়ালগে অংশ নেন বগুড়া ডিসি অফিসের এনডিসি তাজ উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হযরত আলী, জেলা মহিলাবিষয়ক উপ-পরিচালক শহিদুল ইসলাম, দৈনিক নয়াদিগন্তের আবুল কালাম আজাদ, বিবাহ নিবন্ধক মনজুরুল হক, ইমাম আব্দুল কাদের, এনজিও প্রতিনিধি নিলুফা ইয়াসমিন, কিশোরী নেত্রী রুম্পা মোহন্ত। ব্র্যাকের রাজশাহী জেলা টেকনিক্যাল মানেজার মেহেদী হাসানের পরিচালনায় তথ্য-উপাত্ত উপস্থাপন করেন জেজিডি ম্যানেজার সৈয়দ আমিন আল হাসান। উপস্থিত ছিলেন বগুড়ার টেকনিক্যাল ম্যানেজার আহসান হাবিব, ইমাম, বিবাহ নিবন্ধক (কাজী), সরকারি কর্মকর্তা, শিক্ষক, কিশোরী নেত্রী, সমিতি, এনজিও প্রতিনিধিরা।

 


আরো সংবাদ



premium cement