২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

পিরোজপুরে তাফসির মাহফিলের অনুমতি মেলেনি মঞ্চ গেট ভাঙচুর

-

পিরোজপুরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মাঠে তাফসিরুল কুরআন মাহফিলের অনুমতি মেলেনি। পিরোজপুর সদর থানার ওসির নেতৃত্বে গতকাল সোমবার দুপুরে এক দল পুলিশ এসে মাহফিল আয়োজক তাফহিমুল কুরআন মাদরাসা কর্তৃপক্ষকে অনুমতি ছাড়া মাহফিল না করার জন্য বলে। পুলিশ একপর্যায়ে ফাউন্ডেশন মাঠে তৈরি করা মাহফিলের মঞ্চ ও গেট ভেঙে দেয়। বিষয়টি নিশ্চিত করে সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেন, মাহফিলের অনুমতির জন্য এন্তেজামিয়া কমিটি যথাযথ নিয়ম মোতাবেক জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করেছিল। পুলিশ মৌখিকভাবে অনুমতি দেয়ার পর প্রচার কাজ চালিয়ে মাহফিল মঞ্চ ও মাঠ প্রস্তুতসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করা হয়েছিল। অনুমতির বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন তারা অনুমতি চেয়েছিলেন কি না আমার এ মুহূর্তে (সন্ধ্যারাত ৭টায়) মনে পড়ছে না। মঞ্চ ও গেট ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে সদর থানার ওসি বলেন, যেহেতু অনুমতি নেই তাই আমরা মাহফিল না করার অনুরোধ করে চলে এসেছি। কারা মঞ্চ ও গেট ভাঙচুর করেছে জানি না।
উল্লেখ্য আজ মঙ্গলবার তাফসির মাহফিল হওয়ার কথা ছিল। মাওলানা তারিক মোনাওয়ার এ মাহফিলে প্রধান অতিথি থেকে তাফসির করার কথা ছিল।

 


আরো সংবাদ



premium cement