২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রামে যুবলীগের সমাবেশে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা

-

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠে আয়োজিত সমাবেশে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। অজ্ঞাত ১২০ থেকে ১৫০ জনকে আসামি করে গত মঙ্গলবার রাতে কোতোয়ালি থানায় মামলাটি করা হয়। তবে গতকাল বুধবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
কোতোয়ালি থানার ওসি মো: মহসীন বলেন, ভাঙচুর, পুলিশের কাজে বাধা দান, পুলিশের ওপর হামলাসহ বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলাটি দায়ের করা হয়। কোতোয়ালি থানার এসআই সঞ্জয় পাল বাদি হয়েছেন মামলাটির। এতে ১২০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। প্রসঙ্গত গত মঙ্গলবার বিকেলে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালদীঘি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। চার বক্তা বক্তব্য দেয়ার পর পূর্ব ষোলশহর ওয়ার্ডের চসিকের কাউন্সিলর মোবারক আলীর নেতৃত্বে একটি মিছিল সমাবেশস্থলে প্রবেশের সময় ওমরগনি এমইএস কলেজের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারীদের মধ্যে হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ১২ জন আহত হয়। এ অবস্থায় সমাবেশের প্রধান অতিথি শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বক্তব্য না দিয়ে সমাবেশস্থল ত্যাগ করলে সমাবেশ পণ্ড হয়ে যায়।


আরো সংবাদ



premium cement